আপনার নিউজ; ময়নাগুড়ি:- সাত সকালে জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা। রবিবার সকালে ময়নাগুড়ি - ধুপগুড়ি ৩১ নং জাতীয় সড়কের রিলায়েন্স পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকাল আনুমানিক ছয়টা নাগাদ ধুপগুড়ি'র দিকে যাওয়া একটি লরির পিছনে সজরে ধাক্কা মারে আরেকটি লড়ি। ধাক্কা মারার পর ওই প্রথমে থাকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের রেলিংয়ে এ আটকে যায়। পিছনে থাকা লড়িটিও নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে চলে যায়। দুটি গাড়ির সামনের এবং পিছনের অংশটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি দমকল কেন্দ্রের একটি গাড়ি, পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ এবং ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক -২র পুলিশ কর্মীরা। ঘটনার পর দুটি গাড়ির চালক গাড়ির মধ্যে আটকে যায়। এরপর দমকলের কর্মীরা দ্রুততার সাথে সেই গাড়িচালকদের উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। এই দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।