দিলদার আলী:- কুশমন্ডি ব্লকে স্বনির্ভর দলের মহিলারা বিভিন্ন গ্ৰাম গঞ্জে রৌদ্র বাতাসে সার্ভে কাজ করার পর দেড় বছর ধরে প্রাপ্য টাকা পাচ্ছে না এর অভিযোগ কুশমন্ডি ব্লকের বিডিও শ্রীমতি দর্শনা সুব্বা কাছে ডেপুটেশন প্রদান করলেন কুশমন্ডি ব্লকের স্বনির্ভর মহিলারা।
এই বিষয়ে স্বনির্ভর দলের মহিলা মুনমুন মুন্সী বলেন আজ আমরা দেড় বছর ধরে বিভিন্ন কাজ করছি এর প্রারিশ্রমিক পাচ্ছি না তাই আজ কুশমন্ডি ব্লকের বিডিও কে ডেপুটিশন দিলাম প্রারিশ্রমিক না পেলে বৃহত্তম আন্দোলন করব বলে নবান্ন যবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বনির্ভর দলের মহিলারা। এই বিষয়ে কুশমন্ডি ব্লকে বিডিও শ্রীমতি দর্শনা সুব্বা বলেন আজ স্বনির্ভর দলের মহিলারা ডেপুটেশন দিলেন আই টি আর সি পি মহিলাদের দেড় বছর ধরে স্যালারি পাইনি তাই আজ ডেপুটেশন দিলেন সমস্ত বিষয়ে খ্যাতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন উর্দ্ধতম কতৃপক্ষের জানবেন বলে জানান কুশমন্ডি ব্লকের বিডিও শ্রীমতি দর্শনা সুব্বা।