দিলদার আলী; কুশমন্ডি :- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বিভিন্ন দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিল এবং থানায় ডেপুটেশন দেওয়া হয়। এদিন কুশমন্ডি ব্লকের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা কুশমন্ডি শহরে মিছিল করে কুশমন্ডি থানায় আইসি তরুণ সাহার নিকট ডেপুটেশন প্রদান করেন।
ঘটনার উল্লেখ্য রাজ্য তৃণমূলের অপশাসন, নির্বাচন পরবর্তী হিংসা, খুন এবং সন্ত্রাস সহ রাজ্যে গণতন্ত্র লুন্ঠন করার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর সংগঠনিক জেলার বিজেপি কর্মী সমর্থকরা "গণতন্ত্র বাঁচাও সপ্তাহ" কর্মসূচির আওতায় কুশমন্ডি থানার আইসিকে ডেপুটেশন দেন। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার সাধারণ সম্পাদক বিজেপি অশোক বর্ধন কুশমন্ডি ব্লক মণ্ডল সভাপতি অজিত সরকার, বিধান মন্ডল এবং রাজেশ সরকার সহ অন্যান্য নেতৃত্ব । এই বিষয়ে বিজেপি যুব সভাপতি রাজেশ সরকার বলেন আজ পশ্চিম বাংলা যে ভাবে তৃণমূল আশ্রিত বিজেপি কর্মী দের খুন করছেন এর পতিবাদ ও গনতন্ত্র বাঁচাও প্রতিবাদ ডেপুটেশন দেওয়া হল।