দিলদার আলী ; কুশমন্ডি :- দঃদিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকে কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত নারায়নপুর এলাকায় বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ উঠল মোকারাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিরুদ্ধে। এলাকায় এই নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
স্থানীয় সূত্রে জানা গেছে চলতি মাসে ১৬ তারিখ কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েত পঞ্চায়েত পুকুর দুই লাখ তেরো হাজার টাকায় টেন্ডার হয়। ২০২৪ সালে টেন্ডার পেয়েছে মোকাররম হোসেন নামে এক ব্যক্তি । উল্লেখ্য কালিকামড়া পঞ্চায়েত ২০১৯ সাল নারায়নপুর এলাকায় বাসিন্দা মিনারুল ইসলাম কালিমাড়া পঞ্চায়েত পুকুর চাষ করতেন এই বছর টেন্ডার পায়নি মিনারুল ইসলাম।
আরও পড়ুন :- স্বামীকে ইনস্টাগ্রামে বিবাহবিচ্ছেদের ঘোষণা দিলেন দুবাইয়ের রাজকন্যা
গতকাল রাতে পুকুরে বিষ দিয়ে আনুমানিক আট কুন্টাল পোনা মাছ মরছে। এই বিষয়ে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ করেন বলে জানান মিনারুল ইসলাম। তিনি বলেন পঞ্চায়েত থেকে মাছ ধরার জন্য ৭ দিন সময়ে নিয়েছিলাম অথচ পুকুর মাছ ধরতে দেওয়া হয়েনী বাধা দিয়েছে মোকারাম হোসেন দল। এই বিষয়ে গ্ৰামবাসী জাকির হোসেন বলেন গতকাল রাতে পুকুর কে বা কারা বিষ দিয়েছে এর ফলে মাছ মরে আছে, এই বিষয়ে সঠিক তদন্ত করা হক।
যদিও এই বিষয়ে মোকারাম হোসেন দাদা রেজাউল রহমান বলেন চলতি মাসে ১৬ তারিখ পুকুর টেন্ডার পাই আমরা, এর পর দুই কুন্টুল পোনা মাছ পুকুরে ছাড়া হয়েছে। এরপর মাছ ধরতে আসলে বাধা দেওয়া হয় । গতকাল রাতে বিষ দিয়ে কে বা কারা পুকুর সমস্ত মাছ মেরে ফেলেছে। আমদের বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন আমরাও এই বিষয় নিয়ে কুশমন্ডি থানায় লিখিত অভিযোগ করেছি বলে জানান রেজাউল রহমান।