আপনার নিউজ ডেক্স :- বিয়ের আগেই গর্ভধারণ করেছিলেন রাজকন্যা। আর মাত্র ১০ মাস সংসার করেই স্বামীকে দিলেন ডিভোর্স। সামাজিক মাধ্যমে বিবাহ বিচ্ছেদে ঘোষণা দেন রাজকুমারী। রাজকুমারী জানান দেন শেখ মানা বিন মহম্মদ আল মাকতুমের সঙ্গে আর থাকতে চান না তিনি। ইনস্টাগ্রামের একটি পোস্টে তিনি লেখেন, ‘‘প্রিয় স্বামী, যে হেতু তুমি অন্যদের সঙ্গে ব্যস্ত আছ, তাই আমি তোমার সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা করছি। ভাল থেকো। ইতি: তোমার প্রাক্তন স্ত্রী।’’ ইনস্টাগ্রাম থেকে স্বামীর সমস্ত ছবিই মুছে ফেলেছেন মাহেরা। সমাজমাধ্যমে এই পোস্টটি ভাইরাল হয়ে যায়। অনেকেই মাহেরার এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন।
দুবাইয়ের রাজকন্যা মাহেরা বরাবর আধুনিক মানসিকতার ব্যক্তিত্ব। দুবাইয়ের রাজকুমারী হওয়ার সুবাদে সকল প্রকার সুখ স্বাচ্ছন্দ তিনি পেয়েছেন। তবে এবার মুসলিম বিশ্বে ইতিহাস রচনা করলেন মাহেরা। সমাজমাধ্যমে সরাসরি বিবাহবিচ্ছেদের ঘোষণা বোধ হয় বিশ্বে এই প্রথম। মাহেরার ধর্মে তিন তালাক দেওয়ার নিয়ম আছে। সেই নিয়ম মেনে তিনি সামাজমাধ্যমেই তিন বার করে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেছেন।