সুশোভন সিংহ ; বুনিয়াদপুর:- বিভিন্ন দাবী দাবা নিয়ে বামপন্থী সংগঠন গুলোর পক্ষ থেকে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দেওয়া হয়। এর পাশাপাশি সাংগঠনগুলোর পক্ষ থেকে মহকুমা শাসকের অফিসের সম্মুখে বিক্ষোভ প্রদর্শন করা হয়।
এদিন বিকেল চারটায় নাগাদ বুনিয়াদপুরে অবস্থিত সিপিএম দলীয় কার্যালয় থেকে মিছিলের মাধ্যমে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা শাসকের অফিসের সম্মুখে উপস্থিত হন সিপিএমের দলীয় কার্যকর্তারা। পাঁচজনের এক বিশেষ প্রতিনিধি দল এসডিও-র নিকট ডেপুটেশন প্রদান করেন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত ক্ষেত মজুর সংগঠনের নেতৃত্ব সুবীর কুমার দাস,সারা ভারত কৃষক সভার বংশীহারী থানা কমিটির সভাপতি মন্টু চন্দ্র রায়, সিপিএম নেতৃত্ব মোসাদ্দেক হোসেন সহ অন্যান্যরা। এই ডেপুটেশনের বিষয়ে সিটু-র বংশীহারীর সম্পাদক বাবলু চন্দ দে কি জানান,' আমরা স্থানীয় এবং রাজ্যের বিভিন্ন দাবে দাবা নিয়ে আজকে এসডিও স্যারের নিকট ডেপুটেশন দিলাম, এই সমস্যাগুলোর সমাধান ভবিষ্যতে না হলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব "।