Type Here to Get Search Results !

Bangladesh News: ২১ জুলাইয়ের মমতার মন্তব্য নিয়ে নাখুশ ঢাকা! মোদির কাছে নালিশ হাসিনা সরকারের


সুশোভন সিংহ:- একুশে জুলাই প্রতিবছরের মতো ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহীদ দিবস পালন করা হয়। এবারও তার অন্যথা হয়নি, তবে শহীদ মঞ্চ থেকে বাংলাদেশ কে নিয়ে মমতার করা মন্তব্যের যেরে অখুশি হয়েছে ঢাকা। এই বিষয় নিয়ে ইতিমধ্যেই মোদি সরকারের কাছে নালিশ জানিয়েছে হাসিনা সরকার। বাংলাদেশ সরকারের দাবি, মমতার কথায় ‘বিভ্রান্তি’ তৈরি হয়েছে। মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সম্মান রেখেই বলতে চাই, তাঁর ওই বক্তব্যের জেরে বিভ্রান্তি ছড়িয়েছে।’’ পাশাপাশি তিনি এ-ও জানান, এ ব্যাপারে ভারত সরকারকে ‘নোট’ দেওয়া হয়েছে। 


ঘটনা উল্লেখ্য, গত রবিবার ধর্মতলায় ২১ জুলাইয়ের সভা থেকে বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি প্রসঙ্গে মমতা জানিয়েছিলেন, পড়শি দেশ থেকে কেউ যদি বাংলায় আসে তবে পশ্চিমবঙ্গের দরজায় খোলা  ফেরাবেন না। তবে সেই সঙ্গেই তিনি জানান, এ বিষয়ে বেশি কিছু বলতে পারবেন না। কারণ, বাংলাদেশ একটি স্বতন্ত্র দেশ। এ নিয়ে কিছু বলার থাকলে ভারত সরকার বলবে বলেও উল্লেখ করেন তিনি। সেই মন্তব্যের পরেই বিরোধীরা সুর চড়াতে শুরু করে। বিজেপির দাবি, মমতার কোনও এক্তিয়ার নেই এমন কথা বলার।


অন্যদিকে বাংলাদেশ প্রসঙ্গে মমতার মন্তব্যের রিপোর্ট তলব করেছেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার তাঁর দফতরের মিডিয়া সেলের এক্স হ্যান্ডলে রাজভবনের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’-র একটি পোস্টে এ কথা জানানো হয়েছিল। অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই বাংলাদেশ সরকার মমতার কথায় আপত্তি জানাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side