আপনার নিউজ; বিউটি সরকার:- উরফি জাভেদ(Uorfi Javed)তার উদ্ভট ফ্যাশন সেন্সর জন্য সবসময় সোশ্যাল মিডিয়া ট্রেন্ডে থাকে। টিভি অ্যাকট্রেস এর সাথে সাথেই একজন মডেল ও ফ্যাশান ডিজাইনার হিসেবেও সুখ্যাতি লাভ করেছেন ।
২০১৬ সালে, সনি টিভির বড় ভাইয়া কি দুলাহানিয়া টিভি সিরিয়ালের হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসে ও এরপর আরও টিভি সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেছেন এই অভিনেত্রী।২০২১ সালে বিগ বস ওটিটি তে দেখা গেছে ।
ইনস্ট্রাগাম একাউন্টে অভিনেত্রী ঘন ঘন তার নতুন পোশাকের ছবি পোস্ট করে । উরফির জন্ম উত্তর প্রদেশের লখনৌ শহরে অভিনেত্রী এক মধ্যবিত্ত মুসলিম পরিবারে বড়ো হয়েছে তিনি জানিয়েছেন তার ছোটবেলা খুব একটা সহজ কাটেনি, তার মা- বাবার সাথেও খুব একটা কথা বলতেন না, তিনি লখনৌ সিটি স্কুলে পড়াশোনা শেষ করে অ্যামিটি বিশ্ববিদ্যালয় থেকে গনযোগাযোগে স্নাতকতা পাশ করে ,কলেজে পড়াকালীন কেউ একজন তার ছবি অ্যাডাল্ট সাইট এ শেয়ার করে ও তার পরিবারের সদস্যরা তার বাবা প্রত্যেকেই তাকে অপদস্থ করে এরপর অভিনেত্রী বাড়ি থেকে বেরিয়ে মুম্বাইয়ে আসেন তার অভিনেত্রী হওয়ার সপ্ন পূরনের তাগিদে , সেখানে কল সেন্টারে পরে একজন ফ্যাশন ডিজাইনার অ্যাসিস্টেন্ট হিসেবেও কাজ করেছেন এই ভাবেই ইনটারটেনমেন্টে ইনট্রেস্ট বাড়তে থাকে।
উরফি ও পারাস কলনআওট ওপেন রিলেশনশীপ ছিল কিন্তু ২০১৮ সালে তাদের সম্পর্ক শেষ হয়ে যায় তারপর অভিনেত্রীর আর কোনো সম্পর্কের গুজব শোনা যায় নি। 2022 সালে পাঞ্জাবের কাস্টিং ডিরেক্টর ওবেদ আফরেদ বিরুদ্ধে নতুন মডেলদের ফিজিক্যাল অ্যাবুউস ও বেশ কিছু নতুন মডেলদের অস্লিল প্রস্তাবের অভিযোগ জানিয়েছে উরফি । উরফির এই অভিযোগে সহমত পোষণ করেছেন মডেল প্রিয়াঙ্কা শর্মা। প্রিয়াঙ্কা আরও জানিয়েছেন তার বান্ধবীকেও যৌন হেনস্থা করেছে ওবেদ ।