Type Here to Get Search Results !

Ranbir Kapoor: বলিউডে বিতর্কিত অভিনেতা রনবীর কাপুর


বিনোদন ডেক্স;বিউটি সরকার:-
বর্তমানের একটি সমালোচিত চরিত্র হিসেবে রনবীর কাপুর সকলের পরিচিত। ভারতীয় এই অভিনেতা সাওয়ারিয়া ছবির মধ্যে দিয়ে বলিউডে প্রবেশ করে। এরপর ২০০৯ সালে তাকে ওয়েক আপ সিড ও আজব প্রেম কি গাজব কাহিনী সিনেমায় অভিনয় করতে দেখা গেছে। 

আজব প্রেম কি গাজব কাহিনী সিনেমায় অভিনয়ের জন্য তিনি ফিল্মফেয়ারে শ্রেষ্ট‌ নবাগত পুরষ্কার পেয়েছেন। এই দুটি সিনেমায় পর পর হিট করার পর তিনি চলচ্চিত্রে সমালোচক মহলে প্রশংসিত হয়। তার অভিনীত রকস্টার মুভিকে বলিউডের মাইলস্টোন বলা হয় ।রনবীর তার ক্লাসিক অভিনয়ের দক্ষতা দিয়ে বার বার তার দশকের  মুগ্ধ করেছে। ঋষি কাপুর ও নিতু কাপুরের একমাত্র পুত্র রনবীর কাপুর হিন্দু পরিবারে জন্ম। রনবীর অভিনেতা ও চলচ্চিত্রকার রাজ কাপুরের পৌত্র। কারিশমা কাপুর, করিনা কাপুর ও নিখিল নন্দা রনবীরের  খুরতুতো বোন। 

শৈশবে রানবীর মুম্বাইয়ের স্কটিশ স্কুলে পড়াশোনা করে ।পরে নিউ ইয়র্কের লি স্ট্যাসবাগ থিয়েটার অ্যান্ড ফিল্ম ইনস্টিটিউট এ অভিনয় শেখেন ‌। রনবীর মুম্বাইয়ের পালি হিলে তার বাবা -মার সাথে থাকেন । ২০০৮ সালে অভিনেতা এক সাক্ষাৎকারে তিনি দিপীকা পাড়ুকোনের সঙ্গে তার সম্পর্কের কথা জানান কিন্তু তাদের সম্পর্ক টেকেনি । এরপর কাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে জড়ান সেই সম্পর্ক ছয় বছরের ছিল, অভিনেতা বর্তমানে আলিয়া ভাট এর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ আছেন। ২০১০ পরবর্তী সিনেমাগুলি পর পর ফ্লপ করতে থাকে বেশরম,রয়,বোম্বে ভেলবেট , তামাশা সমস্ত সিনেমাগুলো বক্স অফিসে সাফল্য অর্জন করতে পারেনি। ২০১৬ সালে কারন জোহরের "এ দিল হ্যায় মুসকিল"  সিনেমার হাত ধরে তার নতুন করে কেরিয়ারে উন্নতি শুরু হয় । সিনেমাটি বক্স অফিসে অন্যতম সেরা সিনেমাগুলির মধ্যে একটি ছিল। ২০১৭ সালে জাজ্ঞা জাসুস সিনেমার জন্য ৬৩ তম ফিল্মফেয়ারে সেরা অভিনেতা জন্য মনোনীত হয়েছেন ,২০১৮ সালে সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জুতে অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছে আর এই সিনেমাটি ভারতীয় চলচ্চিত্রে সুনাম অর্জন করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side