ডেক্স রিপোর্ট:- রাজ্য বিজেপির মনোনীত রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিলেন কোচবিহারে রাজবংশের অন্যতম সদস্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ (Ananta Maharaj)। শপথ নেওয়ার পরেই অনন্ত মহারাজের মুখে বাংলা ভাগের বিষয়টি উঠে এসেছে।
উল্লেখ্য, ২০১৬ সাল থেকে বঙ্গ বিজেপির সাথে সুসম্পর্ক তৈরি হয় রাজ পরিবারের অনন্ত মহারাজের। কোচবিহারের রাজ পরিবারের অন্যতম সদস্য নিজেকে কোচবিহারের রাজা হিসেবে মনে করেন। রাজনৈতিক কারণে অনন্ত মহারাজের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখলেও বাংলা ভাগের তত্ত্বে রাজনৈতিক তরজা শুরু হয়ে গেছে। রাজ্যের শাসক দল অনন্ত মহারাজের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলে বিজেপি সর্বদা বিচ্ছিন্নতাবাদীদের লালন পালন করে আসছে। তৃণমূল রাজ্যে থাকাকালীন কোনভাবেই বাংলা ভাগ হবে না।
শপথ গ্রহণের পরে অনন্ত মহারাজ পরিষ্কারভাবে জানিয়ে দেন গ্রেটার কোচবিহার আমাদের মূল লক্ষ্য, আমি চাইবো কেন্দ্র সরকার যেন এই বিষয়ে আলোকপাত করে এবং গ্রেটার কোচবিহার যেন কেন্দ্রশাসিত অঞ্চল হয়। এই বক্তব্যের পরেই দীপাকে পড়েছে বিজেপি।