আপনার নিউজ:- পঞ্চায়েত ভোটের পরেও মালদার আমবাগানে অনেক বোমা উদ্ধারকে কেন্দ্র করে ছড়িয়েছে উত্তেজনা । মালদা জেলার বৈষ্ণবনগর পঞ্চায়েতের কুম্ভীরা গ্রামের জৈনপুর গ্রামের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। শনিবার হঠাৎ আমবাগানের মধ্যে ব্যাগ ভর্তি বোমা দেখতে পায় সাধারণ জনগন।
জয়েনপুর গ্রামের সিদ্দিক মাস্টারপাড়া এলাকায় আখ বাগানে বেশ কিছু বস্তা পড়ে থাকতে দেখে সন্দেহ হয় এলাকাবাসীর। কাছে যেতেই দেখেন ব্যাগগুলো বোমায় ভর্তি। পঞ্চায়েত ভোটের পরে বোমা উদ্ধার কে নিয়ে যান চলো ছড়িয়েছে। এলাকার মানুষ খবরটি সঙ্গে সঙ্গে বৈষ্ণবনগর থানায় পাঠানো হয়। আগত পুলিশ সদস্য এবং একটি বোমা স্কোয়াড বোমাগুলো উদ্ধার করে। পরে বিকেলে সেগুলো নিষ্ক্রিয় করা হবে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ,১১টি বোমা উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া বঙ্গের মধ্যে আটটি ক্যাটো বোমা এবং তিনটি প্লাস্টিকের বল বোমা। এতগুলি বোমা কোথা থেকে এসেছে এবং কারা এলাকায় রেখে গেছে তা পুলিশ খুঁজে তদন্ত শুরু করেছে।