বালুরঘাট:- গত লোকসভা ভোটে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রাজ্যের শাসক দল টিএমসিকে হারিয়ে লোকসভায় জয়যুক্ত হন সুকান্ত বাবু। কেবলমাত্র দক্ষিণ দিনাজপুর নয় ওটা উত্তরবঙ্গে লোকসভায় ভালো ফলাফল করে বিজেপি। তবে পঞ্চায়েত ভোটের জেলা পরিষদের আসনের নিরিখে তৃণমূলের থেকে বিজেপি কিছুটা পিছিয়ে রয়েছে। তাইতো পঞ্চায়েত ভোটে রেস্ট কাটতে না কাটতেই বিজেপি শুরু করে দিল আগামী লোকসভা ভোট0 প্রস্তুতি।
এদিন লোকসভা নির্বাচনের কৌশল নির্ধারণে বৈঠক করেছে বিজেপি। শনিবার বালুরঘাটে বিজেপির মূল কমিটি ও দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির বৈঠক হয়। বিজেপির জেলা অফিসে মূল কমিটির সভা এবং বালুরগাটের রেণুকা লজে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সুকান্ত মজুমদার এখন কেবলমাত্র দক্ষিণ দিনাজপুরে সাংসদ নন, গোটা পশ্চিমবঙ্গের দায়িত্ব রয়েছেন তিনি। গত লোকসভা ভোটের পরে জেলা জুড়ে সাধারণ মানুষের জন্য অনেক ভালো উদ্যোগ নিয়েছেন করতে বাবু। বিশেষ করে জেলার রেল পরিকাঠামোকে আমূল পরিবর্তন করেছেন।
এদিন বৈঠকে সুকান্ত বাবু বলেন, জেলার সাংগঠনিক বিষয় নিয়ে বৈঠক হয়েছে। লোকসভা নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিজেপি সভাপতি বলেন, লোকসভা নির্বাচনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অবশ্য আলোচনায় ছিল লোকসভা নির্বাচন। আজকের বৈঠকে লোকসভা নির্বাচনের আগে দলকে শক্তিশালী করতে যে কাজগুলি করা দরকার বা যে পরিবর্তনগুলি করা দরকার তা নিয়ে আলোচনা হয়েছে। এই দিন বৈঠকে বিজেপি জেলা সভাপতি সহ জেলার সব স্তরের বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন।