আপনার নিউজ:- গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে পাতা খেলা এটা একটা অন্যতম খেলা। তান্ত্রিকরা তন্ত্র, মন্ত্র দিয়ে এ খেলা করে থাকেন। আশ্বিনের শুরু থেকে পৌষ মাস পর্যন্ত অর্থাৎ শীতের অমেজ শুরু থেকে এ খেলা শুরু হয়ে থাকে গ্রামবাংলায়। পুরুষের পাশাপাশি নারীরাও এ খেলা দেখতে বেশ উপভোগ করে থাকেন।
ধুমধাম করে পার হয়েছে মনসা পূজা, পুজো পার হতেই শুরু হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্য পাতা খেলা উৎসব। এদিন শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার বাদামাইলের পন্ডিতপুর গ্রামে অনুষ্ঠিত হল পাতা খেলা উৎসব। জানাগেছে মনসা পূজা উপলক্ষে এই ঐতিহ্য খেলা হয়ে থাকে। প্রতিবারের নেয় এ বছরও এই খেলা হচ্ছে। বংশ পরম্পরা থেকে এই খেলা হয়ে আসছে জানাগেছে ৩০ বছর ধরে এই খেলাটি অনুষ্ঠিত হয়ে আসছে। এই খেলা দেখার জন্য মনসা পূজার পরের দিন বহু দূর দূরান্ত থেকে দর্শকরা এই গ্রামে ছুটে আসে। খেলাতে বিশেষ আকর্ষণ হিসেবে থাকে নানা উপহার।
এমন খেলা দেখে বিমোহিত ও খুশি দর্শকরা। সবার দাবি, প্রতিবছর আয়োজন হোক এমন খেলার।
এদিকে, আয়োজকরা জানান, মানুষকে আনন্দ দিতেই এমন খেলার আয়োজন করেছেন তারা।
তান্ত্রিকদের মতে, প্রাচীনকাল থেকে গুনীকরা খেলত এই পাতা খেলা। আর এজন্য যে মন্ত্র প্রয়োজন তা অতি কঠিন। আরবী, ফারসি, সাঁওতালদের ভাষায় প্রয়োগ করতে হয় এই মন্ত্র। তাই মন্ত্রের এই খেলা এখনও বাঁচিয়ে রাখতে আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
তারা বলেন, এই খেলাতে কোনো ভারি অস্ত্র, তাবিজ-কবচ বা ওষুধ ব্যবহার করা যায় না পাতাকে। এটা একটা বান খেলা।
এদিকে, আয়োজকরা জানান, মানুষকে আনন্দ দিতেই এমন খেলার আয়োজন করেছেন তারা।
তান্ত্রিকদের মতে, প্রাচীনকাল থেকে গুনীকরা খেলত এই পাতা খেলা। আর এজন্য যে মন্ত্র প্রয়োজন তা অতি কঠিন। আরবী, ফারসি, সাঁওতালদের ভাষায় প্রয়োগ করতে হয় এই মন্ত্র। তাই মন্ত্রের এই খেলা এখনও বাঁচিয়ে রাখতে আয়োজকদের ধন্যবাদ জানান তারা।
তারা বলেন, এই খেলাতে কোনো ভারি অস্ত্র, তাবিজ-কবচ বা ওষুধ ব্যবহার করা যায় না পাতাকে। এটা একটা বান খেলা।