শিলিগুড়ি:- রাজ্য সরকার তথা মমতা বন্দ্যোপাধ্যায় গজলডোবাকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র তৈরি করেছিলেন তার চারপাশে জমির চরিত্রগত বদলের, জমি কেলেঙ্কারিতে এক প্রভাবশালী তৃণমূলের নেতার নাম জোড়ালো। তদন্তকারীদের নজরে এখন সেই জমি কেলেঙ্কারিতে অভিযুক্ত তৃণমূল নেতা।
প্রসঙ্গত, মমতা বন্দ্যোপাধ্যায় যে গজলডোবাকে কেন্দ্র করে পর্যটনকেন্দ্র তৈরি করিয়েছেন, সেখানে গত কয়েক বছরে জমির চরিত্র বদলের হিসেব দেখে তাজ্জব বনে গিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্তারাও। ওই কারবারে উল্লিখিত নেতার যোগ পেয়েছেন তাঁরা। শিলিগুড়ি-জলপাইগুড়ি উন্নয়ন কর্তৃপক্ষের (এসজেডিএ) এলাকায় গত কয়েক বছরে অন্তত সাড়ে তিন হাজার একর জমির চরিত্র বদলের পরিসংখ্যান এখন তদন্তকারীদের হাতে।
দপ্তর সূত্রে খবর, প্রাক্তন জনপ্রতিনিধি এ তৃণমূল নেতা ডাবগাম ফুলবাড়ী বিধানসভার প্রভাবশালী ব্যক্তিত্ব। চলতি মাসেই কলকাতায় কমিশন এই ভিত্তিক একটি রিপোর্ট পেশ করতে চলেছে।