বালুরঘাট:- কথায় বলে যুবকেরাই সমাজের আয়না। যুবকরা সমাজ সংস্কারে এগিয়ে আসে তার প্রমাণ পাওয়া গেল বালুরঘাট ব্লকের প্রশাসন এলাকায়।আজ পতিরাম নাগরিক ও যুব সমাজ এর পক্ষ থেকে আজ দিনভর বিষাক্ত পার্থেনিয়াম বিনাশ কর্মসূচি করা হলো।
পাগলীগঞ্জ পেট্রোলপাম্প থেকে লক্ষীপুর পর্যন্ত এবং পারপতিরাম বাহিচা স্কুল থেকে বাহিচা টার্নিং পর্যন্ত এই পার্থেনিয়াম বিনাশ কর্মসূচি পালন করা হয়।
পতিরামের PHE ট্যাপগুলোর বেশিরভাগই ট্যাপের মুখ ছিল না বহুদিন ধরে,যার ফলে বহুদিন ধরেই জল অপচয় হচ্ছিল।*
আজ আবার সেই উন্মুক্ত ট্যাপকলের মুখে সংস্থার পক্ষ থেকে স্টপনব লাগিয়ে দেওয়া হলো
এছাড়াও আজ সংস্থার পক্ষ থেকে সারা দিনভর চলছে ডেঙ্গু প্রতিরোধ এবং সাপের কামড়ে ওঝা বা গুনীনের পরিবর্তে যত তাড়াতাড়ি সম্ভব হাসপাতালে ভর্তি করানোর বিষয়ে সচেতনতামূলক মাইকিং প্রচার কর্মসূচি।