বালুরঘাট:- যাদবপুরের ছাত্র-মৃত্যুর ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও সিবিআই তদন্তের দাবি তুলে বালুরঘাটের গান্ধী মোড়ে পথ অবরোধ করল কংগ্রেস ,তাদের দাবি রাজ্যে সমস্ত কলেজ ইউনিভার্সিটিতে রেগিং বন্ধ করতে হবে এছাড়াও একাধিক দাবি তুলে আজ তারা পথ অবরোধ করে, দীর্ঘক্ষণ পথ অবরোধ চলায় যানজটের সৃষ্টি হয় বালুরঘাট শহরে। পরে বালুরঘাট থানার পুলিশ এসে অবরোধ তুলে দেয়।
প্রসঙ্গত, যাদবপুরের ছাত্র-মৃত্যু কে কেন্দ্র করে উত্তাল রাজ্য রাজনীতি। ইতিমধ্যেই পুলিশ এই বিষয়ে তদন্ত শুরু করেছে এবং বর্তমান এবং প্রাক্তনী মিলে প্রায় ১৮ জনকে গ্রেফতার করেছে।দফায় দফায় পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার পূর্ণাঙ্গ সত্যতা বের করার চেষ্টা করছেন। অন্যদিকে ইতিমধ্যে রাজ্যের বিরোধী নেতা শুভেন্দু অধিকারী NIA তদন্তের দাবি করেছেন এই বিষয়ে রাজ্য বিজেপি আদালতে দ্বারস্থ হয়েছে। ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে বর্তমানে রাজনৈতিক কর্মসূচি ঠিক করছে রাজ্যের রাজনীতি দলগুলো। ঠিক সেই জন্যেই আজ বালুঘাটে জেলা কংগ্রেসের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়, এর ফলে সাময়িক যানজটের সৃষ্টি হয় শহর বালুরঘাটে। এর পরে বালুরঘাট জেলা প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেস নেতৃত্বের সাথে কথা বলে এই অবরোধ তোলার চেষ্টা করেন।