চোপড়া:- দার্জিলিংয়ের চা শিল্প ক্রমশ সমতলের দিকে নেমে এসেছে বিগত ১০ থেকে ১৫ বছরে বর্তমানে উত্তম দিনাজপুরের ইসলামপুর এবং চোপড়ায় বেশ কয়েক হাজার বর্গ কিলোমিটার দূরে চা বাগান লক্ষ্য করা যায।এবার সেই চা বাগানকে দখল গিয়ে জমি মাফিয়া এবং আদিবাসীদের সংঘর্ষে উত্তেজনা ছড়ালো চোপড়ার হাফতিয়াগজের আমবাড়িরতে।
প্রসঙ্গত, সোমবার এই অঞ্চলে চা বাগান দখলকে ঘিরে উত্তেজনা ছড়ায় আদিবাসী এবং জমি মাফিয়া দের মধ্যে এই সংঘর্ষে গুলি চালানোর অভিযোগ ওঠে। গুলিতে প্রায় ছয় জন আদিবাসী আহত হয় বলে খবর। সর্বমোট এই ঘটনায় প্রায় ১২ জন আহত হন স্থানীয় সূত্রে জানা যায় এক বছর আগে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রায় ১৪৭ একরের এই বাগানটি কিনে নেন এনামুল হক নামে এক ব্যক্তি। তবে আদিবাসীদের কথা অনুসারে, এই জায়গার উপর ভিত্তি করেই তাদের সংসার চলত। অন্য প্রান্তে এনামুল হক দাবি করেন তিনি নির্দিষ্ট নিয়মে এবং অর্থ দিয়ে এ বাগান কিনেছেন এবং আদিবাসীরা এসে জোরপূর্বক এই জমি দখল নেওয়ার চেষ্টা করছেন। ঘটনাস্থলে ইসলামপুর থানা পুলিশ এসে আহতদের চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।