বালুরঘাট:- বর্তমান সময়ে মানুষের যোগাযোগ ব্যবস্থায় টোটো এবং সিএনজি চালিত অটো প্রভাব ফেলেছে, এর ফলে বেসরকারি গাড়ির ব্যবসা ধীরে ধীরে কমে যাচ্ছে। অল্প সময়ে অল্প টাকায় টোটো এবং অটোর মাধ্যমে সাধারণ মানুষ যাতায়াত শুরু করেছে। বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে টোটো এবং সিএনজি চালিত অটোর সংখ্যা প্রায় দশ হাজার ছাড়িয়েছে। এর ফলে ব্যবসায় মার খাচ্ছেন বেসরকারি বাস মালিকেরা। এর প্রতিবাদে আজ শহর বালুরঘাটে প্রশাসনের দ্বারস্থ হলেন বেসরকারি মালিক সংগঠনগুলো।
প্রশাসনকে লিখিতভাবে তারা অভিযোগ জানান এবং বলেন প্রশাসন যদি টোটো এবং অটোর বিষয়ে রাশ না টানেন তবে পরবর্তীতে বালুঘাটের বুকে বেসরকারি বাস চালানো দুষ্কর হয়ে উঠবে। এবং তাদের আত্মহত্যার পথ বেছে নিতে হবে। এই বিষয়ে সংবাদমাধ্যমকে বলতে গিয়ে বালুরঘাট মোটর ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মানস চৌধুরীর বলেন, স্বল্প পাল্লার রুটে বাস চলাচলে রাস্তায় অবৈধভাবে টোটো, সিএনজি অটো ও সরকারি বাস চলাচল করছে। ফলে যাত্রী হচ্ছে না বেসরকারি বাসে। দূরপাল্লার ক্ষেত্রেও সরকারি বাসের সঙ্গে প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এর ফলে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেসরকারি বাসগুলো।