আপনার নিউজ:- আমরা প্রায়শই দেখে আসছি, রাজনৈতিক সভা গুলোতে নানান সময় নেতা এবং নেত্রীদের ওপর সাধারণ মানুষ হামলা করে থাকে। ঠিক এরকম একটি ঘটনা ঘটেছে ছত্তিশগড়ে। রাজনৈতিক সভা চলাকালীন প্রকাশ্যমঞ্চে উঠেই কংগ্রেসের মহিলা বিধায়ক কে ছুরি দিয়ে আঘাত করেছেন এক যুবক।
প্রসঙ্গত, রবিবার বিকেলে জোধরা গ্রামের একটি অনুষ্ঠানে যোগ দেন কংগ্রেসের বিধায়ক চন্নী চান্দু সাহু। ছত্তিশগড়ের খুজ্জি কেন্দ্রের বিধায়ক তিনি। অন্যান্যদের সঙ্গে তিনিও মঞ্চে ছিলেন। সেই সময়েই ছুরি হাতে মঞ্চে উঠে আসে এক যুবক। কংগ্রেস বিধায়কের দিকে এগিয়ে গিয়ে ছুরি দিয়ে আক্রমণ করে সে। পুলিশ সূত্রে প্রাথমিকভাবে জানা যায় সেই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। তবে এই ঘটনায় বিধায়কের কোন মারাত্মক ক্ষতি হয়নি বলেই জানা গেছে পুলিশের তরফ থেকে। ঘটনাস্থল থেকেই সে মধ্যপ্প্য যুবককে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে ওই যুবকের নাম খিলেশ্বর।