আপনার নিউজ:- অদ্রা ঘাটের ডক নদীতে স্নান করতে স্নান করতে গিয়ে তুলিয়ে গেল এক যুবক। পুলিশ সূত্রে জানা যায় ওই যুবকের নাম রাকেশ কুমার। কিশনগঞ্জের দিলাবরগঞ্জ মহল্লার বাসিন্দা তিনি।
প্রসঙ্গত, বন্ধুদের সাথে সোমবার ভুতনাথ মন্দিরে গিয়ে শিবের মাথায় জল ঢালতে যান রাকেশ,তবে তার আগে ঘটে গেল বিপত্তি। নদীতে স্নান করতে নেমেছিলেন তিনি। নদীতে স্নান করতে নেমেই তলিয়ে যান ওই যুবক। এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং সদর কিশান্গঞ্জ থেকে বিশাল এসডিআরএফের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো যুবককে উদ্ধার করা যায়নি।