Type Here to Get Search Results !

পুলওয়ামায় সেনা-জঙ্গির লড়াই,নিকেশ দুই লস্কর জঙ্গি


আপনার নিউজ:-
জম্মু-কাশ্মীরের পুলওয়ামাতে সেনাবাহিনী ও জঙ্গিদের লড়াই শুরু হয়েছিল কত কাল রাত্রি থেকে। এই পুলওয়ামায় জঙ্গি হামল উড়ে গেছিল ভারতীয় সেনাদের বাস, সেই ক্ষত এখনো দগদগে প্রতিটি ভারতীয়র বুকে। জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলায় রবিবার রাত থেকেই শুরু হয়েছিল নিরাপত্তাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই।রাতভর সেই লড়াই চলার পর সোমবার ভোরে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। মৃতদের মধ্যে এক জন জঙ্গি সংগঠন লস্কর-ই-তইবার কম্যান্ডার বলে জানা গিয়েছে। তবে দু’টি দেহ এখনও পর্যন্ত উদ্ধার করা হয়নি।

প্রসঙ্গত, সেই ১৪ ই ফেব্রুয়ারি,২০১৯ তারিখে জম্মু থেকে শ্রীনগরে ২,৫০০ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) কর্মী পরিবহনের ৭৮ টি গাড়ীর একটি কাফেলা জাতীয় হাইওয়ে ৪৪ এ যাত্রা করছিল। বহর প্রায় ০৩:৩০ এ জম্মু ছেড়ে যায় এবং পূর্ববর্তী দুদিন মহাসড়ক বন্ধ থাকার কারণে কর্মীদের একটি বড় সংখ্যা বহন করছিল। কাফেলা সূর্যাস্তের আগে তার গন্তব্যে পৌঁছানোর কথা ছিল। 

অবন্তীপাড়ার কাছাকাছি লেথপোরায় প্রায় ১৫:১৫ আইএসটি সময়ে  নিরাপত্তা কর্মী বহনকারী একটি বাস বিস্ফোরক বহনকারী একটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়। এতে একটি বিস্ফোরণ ঘটে যা ৭৬তম ব্যাটালিয়নের সিআরপিএফের ৪০ জন সদস্যকে হত্যা করে এবং আরও অনেককে আহত করে।  আহতদের শ্রীনগরের সেনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন জাইশ-ই-মোহাম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। তারা এক বছর আগে দলে যোগ দিয়েছিল কাকাপুরার বাসিন্দা আদিল আহমদ দার নামে ২২ বছর বয়সী হামলাকারীর একটি ভিডিও প্রকাশ করে। 

আজকে ঘটনার আগেও ৬ই আগস্ট এবং ৪ই আগস্ট জঙ্গি সংগঠনের পক্ষ থেকে অনুপ্রবেশ করার চেষ্টা করলে ভারতীয় সেনা সেই চেষ্টাকে প্রতিহত করে। 

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side