Type Here to Get Search Results !

এক বৃদ্ধ ৯ লক্ষ টাকা খরচ করে কিনেছেন ‘জাদু আয়না’, কারণ জানলে অবাক হবেন আপনি


ডেক্স রিপোর্ট:- এই পৃথিবীতে নানান ধরনের মানুষ বসবাস করে ঠিক তেমনি প্রতিটি মানুষে আলাদা শখ থাকে। তাই তো নিজের শখকে বাস্তবে রূপ দিতে এক বৃদ্ধ কিনে ফেললেন জাদু আয়না দামটা জানেন নয় লক্ষ টাকা।কিন্তু কেন,কিসের শখ এই বৃদ্ধের কারণ কি জানলে আপনি অবাক হবেন, তবে দেখে নিন...



আপনি যে পোশাক পরুন না কেন আসলে এই আয়নায় নাকি অদৃশ্য হয়ে যায়। আর এই কথা শুনে এক বৃদ্ধ কিনে ফেললেন সেই আয়না। ধোপদুরস্ত পোশাক পরে আয়নার সামনে দাঁড়ালেন, কিন্তু কোনও লাভ হল না। কারণ আয়নায় যাকে দেখা যাচ্ছে তার গায়ে পোশাকের চিহ্নমাত্র নেই। স্বপ্নে নয়, বাস্তবেই এমনটা হবে। এই প্রতিশ্রুতি দিয়ে এক বৃদ্ধকে আশ্চর্য আয়না বিক্রি করেছিলেন দুই যুবক। বিনিময় মূল্য ছিল ৯ লক্ষ টাকা। কিন্তু বাস্তবে কাউকে নগ্ন দেখা তো দূর, এত টাকার বিনিময় কোনও আয়নাই পেলেন না বৃদ্ধ।



আসলেই বৃদ্ধাকে তার শখের সুযোগ নিয়ে ঠকিয়েছে সেই যুবক। ঘটনাটা পড়ার পর আপনার মনে হতে পারে এটি কোন বিদেশি ঘটনা, কিন্তু আপনি শুনে আরো অবাক হবেন এটি আমাদের দেশের কানপুরের ঘটে যাওয়া ঘটনা।

..
বছর ৭২-র অবিনাশের সঙ্গে কিছুদিন আগেই আলাপ হয় দুই যুবকের। বিভিন্ন কথায় তাঁরা নিজেদের বহুজাতিক সংস্থার আধিকারিক হিসেবে পরিচয় দেন। একইসঙ্গে জানান, তাঁদের কাছে এক আশ্চর্য আয়না রয়েছে। কাজের সুবাদে সেই আয়নার খোঁজ তাঁরা পেয়েছেন। আশ্চর্য বলতে, এই আয়নায় সকলকে নগ্ন দেখায়। তাঁদের দাবি ছিল, এর সামনে কেউ যতই পোশাক পরে আসুন, কিচ্ছুটি দেখা যাবে না। স্রেফ নগ্ন অবয়ব টুকুই দাঁড়িয়ে থাকবে আয়নার ওপারে। একথা শুনে বৃদ্ধ বেশ চমকে ওঠেন। পর্ন ছবিতে নগ্ন মহিলা দেখলেও, বাস্তবে যে কাউকে নগ্ন হিসেবে দেখা মোটেও সম্ভব নয়। কিন্তু ওই দুই যুবক রীতিমতো জোর দিয়ে দাবি করেন, এই জাদু আয়নায় এমনটাই সম্ভব হবে।



পরবর্তী ওই বৃদ্ধের সন্দেহ হলে পুলিশের যোগাযোগ করে, পুলিশ তদন্তে নেমে সত্য উন্মোচন করে এবং বৃদ্ধ বুঝতে পারেন তাকে ঠকানো হয়েছে। আসলে আমরা এই প্রতিবেদনের মাধ্যমে এই ধরনের শব্দের হাত থেকে আপনাদের রক্ষা করার একটি প্রতিষ্ঠা করেছি মাত্র। পুলিশে তরফ থেকে জানা যায় এই ঠগ চক্রে মোট তিনজন রয়েছে এবং তারা ইতিমধ্যেই প্রায় ১২০০ জনকে ঠকিয়ে ১৪০০ কোটি টাকা তুলেছেন। এই তিনজনকেই পুলিশ হেফাজতি নিয়েছেন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side