বালুরঘাট:- সকাল সকাল এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধারকে নিয়ে চাঞ্চল্য বালুঘাটে । রবিবার সকালে বালুরঘাট শহরের আর্য সমিতি নারায়ণপুরে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম নৃপেন সাহা, বয়স ৬০ বছর। মৃতের বাড়ি বালুরঘাট শহরের বটকৃষ্ণপল্লী এলাকাতে। তিনি পেশায় একজন শেফ। আজ সকালে এলাকার একটি গ্যারেজের কাছে তার মরদেহ দেখতে পান স্থানীয়রা। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তোলপাড় শুরু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরগাট জেলা হাসপাতালে পাঠায়। বৃদ্ধার মৃত্যুর কারণ খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।
গতকাল থেকে বৃদ্ধ শুয়ে আছেন। তিনি অসুস্থ কিনা, তা দেখতে কেউ এগিয়ে আসেনি বলে জানা গেছে। অবশেষে আজ সকালে স্থানীয়রা যোগাযোগ করে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান।