বালুরঘাট:- আজ দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবারেও সপ্তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো বালুরঘাট স্টেডিয়ামে। এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র ও ক্লাবের প্রবীণ ও নবীন সদস্যরাও। আজ জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে তাঁকে পুষ্পস্তবক ও উত্তরীয় পরিয়ে সম্মানীয় সদস্যপদ প্রদান করা হয়।এই গৌরবময় মূহুর্তে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জার্নালিস্ট ক্লাবের সভাপতি শান্তনু ঘোষ, ক্লাব সম্পাদক অনুপ সান্যাল, প্রাক্তন সম্পাদক শঙ্কর দাস সহ আরোও অন্যান্নরা। এ বিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, সাংবাদিকেরা যেভাবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে তা প্রশংসার দাবি রাখে। সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা দেশ-বিদেশের খবর জানতে পারি। সাংবাদিকেরা যেভাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের মধ্যে মেলবন্ধন করেছে তারও ভুয়সী প্রশংসা করেন তিনি।