বালুরঘাট:- দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে রোগীমৃত্যুর অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে।
প্রসঙ্গত, দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার জামালপুর গ্রাম পঞ্চায়েতের রামজীবনপুরের বাসিন্দা উজ্জ্বল মাহাতো (৪৩) দীর্ঘদিন প্রচন্ড জ্বর নিয়ে ভুগছিলেন, স্থানীয় ডাক্তার দেখানোর পরেও জ্বর না কমায় শনিবার সকালে তাঁকে বালুঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার রাতেই হঠাৎ করে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং তিনি মারা যান, রোগীর মৃত্যুর সংবাদ জানার পর পরিবার চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হন। উত্তেজনার খবর পেয়ে তড়িঘড়ি বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।