বালুরঘাট:-সোমবার বেলা ৩ টে নাগাদ বালুরঘাট কলেজ পাড়া এলাকায় এক ড্রেনে আচমকা একটি গরু পরে থাকতে দেখা যায়। জানাগেছে দীর্ঘ্য সময় থেকে গরুটি পরে আছে ওই ড্রেনে।
ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কলেজ পাড়া এলাকায়। ঘটনা লক্ষ্য করা মাত্রই খবর দেওয়া হয় বালুরঘাট দমকল বিভাগে। দমকল বিভাগে খবর পাওয়া মাত্রই এই গরুটিকে উদ্ধার করতে ছুটে আসে। তারা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় কলেজ পাড়ায় একটি ড্রেন গরুটি পড়ে আছে। ঘটোস্থলে একটি দমকলের ইঞ্জিন এসে তাদের সহকর্মীদেরকে নিয়ে ওই গরুটিকে উদ্ধার করে।