বিএসএফের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাতে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিল কিছু জঙ্গি। কাশ্মীরের সাম্বা জেলায় ওই অনুপ্রবেশের চেষ্টা করা হয়। বিএসএফ শুধু যে এই জঙ্গিদের নিকেশ করেছে তাই নয়, একই সঙ্গে পাকিস্তানের পোস্টেরও সমূহ ক্ষতি হয়েছে। বিএসএফ ওই হামলার ভিডিও পোস্ট করেছে। মোট ৭ জঙ্গির মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার গভীর রাতে ফের পাকিস্তানের ড্রোন হামলা। ভারতের পশ্চিমাংশকে টার্গেট করে মিসাইল, ড্রোন ছোঁড়ার অপচেষ্টা। ভারত যেখানে বেছে বেছে জঙ্গিঘাঁটিতে আক্রমণ করেছিল, সেখানে নির্লজ্জভাবে সাধারণ নাগরিকদের উপর হামলার চেষ্টা। এসবের পাশাপাশি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টাও করেছে পাকিস্তান। কাশ্মীর-সহ দেশের অন্যান্য প্রান্তে সন্ত্রাসবাদীদের অনুপ্রবেশ ঘটিয়ে ভারতকে পিছন থেকে ছুরি মারাটা অবশ্য পাকিস্তানের পুরনো অভ্যাস। আর সেই অভ্যাসেরই ফল এখন ভুগতে হচ্ছে প্রতিবেশী দেশকে। পহেলগাঁওয়ে নিরীহ নাগরিকদের মৃত্যুর খুনের চরম মূল্য দিতে হচ্ছে ইসলামাবাদকে।