মালদা;তনুজ জৈন;০৯মে:অনুপ্রেরণা কর্নেল সফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং। তাদের দেখেই যেতে চান সেনা বাহিনীতে। জানিয়ে দিয়ে ছিলেন উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রী। এবার তার সাফল্যের জন্য বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানিয়ে আসলেন তৃণমূলের জেলা পরিষদ সদস্য। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জ্ঞাপন করলেন।সেনাতে যোগ দেওয়ার তার ইচ্ছেকে কুর্নিশ জানালেন।
মালদার হরিশ্চন্দ্রপুর সদর এলাকার থানাপাড়ার বাসিন্দা মাসুখা রহমান। এই বছর উচ্চমাধ্যমিকে কলা বিভাগে হরিশ্চন্দ্রপুর হাই স্কুল থেকে ৪৭৬ নম্বর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানায় সম্ভাব্য প্রথম হয়েছেন। তার এই সাফল্যে খুশি পরিবার প্রতিবেশীরা। ছোট থেকে তার ইচ্ছা ছিল অধ্যাপক হওয়ার। কিন্তু দেশের যুদ্ধ পরিস্থিতির সময় দুই বীর সেনানি তার মনে গভীর প্রভাব সৃষ্টি করেছে। তাদের দেখেই মসুখার ইচ্ছে সেনা বাহিনীতে যোগদান করার। দেশের হয়ে কাজ করার।এদিন তার বাড়িতে গিয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্যের জন্য সম্বর্ধনা জানান তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান, ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান, ব্লক যুব তৃণমূল সভাপতি পূজন দাস, ব্লক আইএনটিটিইউসির সভাপতি সাহেব দাস, ছাত্র জেলা সম্পাদক কৃষ্ণ মহালদার।সাথে সেনাবাহিনীতে যোগদান করার জন্য তার যে ইচ্ছে। সেই ইচ্ছের প্রশংসা করেন। ভবিষ্যতের জন্য শুভকামনাও জানান।