কালিয়াগঞ্জে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপক পাচজন ছাত্র ও ছাত্রীদের বাড়িতে গিয়ে ফুলের স্তবক ,মিষ্টি ও উপহার তুলে দিয়ে সম্বর্ধনা জানালো কালিয়াগঞ্জ পুরসভা।
শুক্রবার উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করা ছাত্র ও ছাত্রীদের বাড়িতে হাজির হন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম নিবাস সাহা, উপ পুরপ্রধান ঈশ্বর রজক সহ বেশ কিছু কাউন্সিলারেরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার ।এবছর ৪৮৭ নম্বর পেয়ে পিউ মহন্ত,নীতিশ রায় ও মহম্মদ রিয়াজ তিনজন উচ্চ মাধ্যমিকের প্রথম স্থান অধিকার করেছে কালিয়াগঞ্জের মধ্যে । এছাড়াও উচ্চ মাধ্যমিকে ৪৭৭ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অধিকারী অন্তরিক্স কর্মকার এবং ৪৭২ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করে শিল্পা নন্দী। তাদের বাড়িতে গিয়ে সন্বর্ধনা দেওয়া হয় পুরসভার পক্ষ থেকে এদিন নীতিশ রায় ও শিল্পা নন্দী বাড়িতে না থাকায় পুনরায় সন্ধ্যায় তাদের বাড়িয়ে গিয়ে সম্বর্ধনা জানানো হবে বলে জানান পুরপ্রধান রাম নিবাস সাহা।