Type Here to Get Search Results !

Malda:কথা রাখলেন মর্জিনা,প্রতিশ্রুতি অনুযায়ী করলেন কালভার্টের শিলান্যাস

১৫ বছর ধরে ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছিল গোটা গ্রামবাসীদের, ভোটের সময় ভোট চাইতে গিয়ে তৃণমূল নেত্রী মর্জিনাকে ক্ষোভের মুখে পড়তে হয়ে ছিল, ভোটে জিতলেই কালভার্টের প্রতিশ্রুতি দিয়ে ছিলেন গ্রামবাসীদের, কথা অনুযায়ী কালভার্টের শিলান্যাস করলেন মর্জিনা, খুশির মাহল গোটা গ্রামে।

মালদা;তনুজ জৈন;২০এপ্রিল: দীর্ঘ ১৫ বছর ধরে ঝুঁকি নিয়ে বাঁশের অস্থায়ী সাঁকো দিয়ে চলাচল করতে হচ্ছিল মালদহের হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বিরুয়া-আজিমপুর গ্রামের মানুষ। ঘটছিল ছোট বড় দুর্ঘটনা।স্থানীয় নেতাদের কাছে কালভার্টের দাবি করে আসছিলেন এলাকার মানুষ। ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে কেউ তাদের দাবিকে গুরুত্ব দেইনি বলে অভিযোগ। গত ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনের সময় ভোট চাইতে গিয়ে গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়ে ছিল। ভোটে জিতলেই গোটা গ্রামের সামনে কথা দিয়ে ছিলেন কালভার্ট তৈরি করে দেওয়ার। কথা অনুযায়ী গ্রামবাসীরা ভোট দিয়ে ছিলেন তৃণমূল নেত্রী মর্জিনা খাতুন কে। ২০২৩ সালে জেলা পরিষদে জিতেই সেই কথাটাই গ্রামবাসীদের রাখলেন জেলা পরিষদ সদস্য মর্জিনা খাতুন।রবিবার ফিতা কেটে ও নারকেল ফাঁটিয়ে সেই কালভার্টের শিলান্যাস করলেন মার্জিনা। এতে খুশি এলাকার মানুষজন। জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে ৯ লক্ষ ৫৭ হাজার ৩৭৪ টাকা ব্যয়ে নির্মিত হবে কালভার্ট বলে জানান মার্জিনা। 


স্থানীয়রা বলেন,প্রায় ৫০ টি পরিবারের এই সাঁকো’ই ছিল পারাপারের একমাত্র ভরসা।এই সাঁকো পেরিয়ে বাজার ও স্কুলে যেতে হতো। গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতো না। মাঠের ফসল নিয়ে আসতে সমস্যা হতো।বর্ষাকালে বিপজ্জনক সাঁকোর উপর দিয়ে চলাচল করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠছিল। তাদের দাবিকে গুরুত্ব দিয়ে এদিন জেলা পরিষদের সদস্য মার্জিনা কালভার্টের শিলান্যাস করলেন। এলাকার মানুষ খুশিতে মার্জিনাকে মিষ্টি খাইয়ে ও পুষ্প বৃষ্টি দিয়ে শুভেচ্ছা জানান।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side