Type Here to Get Search Results !

Malda:রামনবমীর মিছিলে বিজেপি তৃণমূল নেতাদের উপস্থিতি, না পসন্দ বজরং দলের

রামনবমীর মিছিলে রাজনীতি করণ, বিজেপি তৃণমূল নেতাদের উপস্থিতি, না পসন্দ বজরং দলের, বিজেপি তৃণমূলকে এক হাত বজরং দল সদস্যদের।

মালদা: রাম নবমীতে রাজনীতিকরণ। রাজনীতির অভিযোগ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে।সরব হিন্দুত্ববাদী সংগঠন বজরংদল। সনাতনী হিন্দুরা এক হয়েছে। এখানে কোন রাজনৈতিক দলের ভূমিকা নেই। দাবি বজরং দলের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে বজরং দলের এই অভিযোগ কে কেন্দ্র করে বিতর্ক শুরু হয়েছে। 

হরিশ্চন্দ্রপুর শ্রী রাম জন্ম উৎসব উদযাপন সমিতির পরিচালনায় এদিন গড়গড়ি মাঠ থেকে রামনবমীর শোভাযাত্রা বের হয়। সেখানে উপস্থিত ছিলেন একঝাক এলাকার পরিচিত বিজেপি এবং তৃণমূল নেতারা। অন্যদিকে এই রামনবমী শোভাযাত্রা আয়োজনের ক্ষেত্রে কমিটিতে সক্রিয় ভাবে যুক্ত রয়েছেন বজরং দলের সদস্যরা। তাদের অভিযোগ এখানে বিজেপি এবং তৃণমূল রাজনীতি করছে। যেটা তারা চান না। কারণ এখানে সনাতনী হিন্দুরা একত্রিত হয়ে রামনবমীতে এসেছেন। সেখানে অন্য কোন ধর্ম মুসলিম হোক বা যে কোনো ধর্মের মানুষ তারা অবশ্যই আসতে পারে। কিন্তু যারা রাজনৈতিক নেতৃত্ব তারা এখানে রাজনিতিকরণ করবে এটা ঠিক নয়। বজরং দল কমিটির সম্পাদক চন্দন মাহালী, বজরং দল সদস্য উত্তম চৌধুরীদের অভিযোগ আগেই তারা এই নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে ছিলেন। তাদের দাবি যারা হিন্দুত্বের রাজনীতি করবে তারা হিন্দুদের জন্য সঠিক। কিন্তু এই রাজনীতি কাম্য নয়। এই ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে তরজা।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side