মালদা;তনুজ জৈন;০৬এপ্রিল: রাম নবমীর মিছিলে একসাথে হাঁটলেন তৃণমূল এবং বিজেপি নেতৃত্ব। এমনকি রামভক্তদের উপরে পুষ্পবৃষ্টিও করতে দেখা যায় তৃণমূল নেতা কর্মী সমর্থকদের। মালদার হরিশ্চন্দ্রপুরের এই ছবি। রাম নবমী উদযাপন কমিটির তরফে একটি শোভাযাত্রার আয়োজন করা হয় মালদার হরিশ্চন্দ্রপুরে।
হরিশ্চন্দ্রপুরের গরগরি মাঠ থেকে সেই মিছিল শুরু হয়। সমগ্র হরিশ্চন্দ্রপুর সদর এলাকা পরিক্রমা করে মিছিল। এই মিছিলে একদিকে যেমন বিজেপি নেতা রুপেশ আগরওয়ালা ছিলেন তেমনি তৃণমূল নেতৃত্ব কে ও দেখা যায় এই মিছিলে। সেই মিছিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য বুলবুল খান, তৃণমূল আইএনটিটিইউসি ব্লক সভাপতি সাহেব দাস, তৃণমূল ব্লক সভাপতি জিয়াউর রহমান, পঞ্চায়েত সমিতির সদস্য স্বপন আলী, যুব ব্লক সভাপতি পূজন দাস, তৃণমূলের প্রধান ধর্মা মন্ডল সহ অন্যান্যরা।জয় শ্রী রাম স্লোগান ও দেন তৃণমূল নেতারা। এমনকি তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খানের তরফে রামভক্তদের উপর পুষ্পবৃষ্টি করা হয়। জল ও শরবত খাওয়ানো হয়। আর এই ঘিরে শুরু হয়েছে তৃণমূল বিজেপির চাপানউতোর।