ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলেজ চত্বরে বিক্ষোভ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদের, কেন্দ্র সরকারকে বেলাগাম আক্রমণ ছাত্র নেতাদের, দ্রুত মূল্য নিয়ন্ত্রণের দাবি।
মালদা;তনুজ জৈন;০৫এপ্রিল: জীবনদায়ী ওষুধের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবার পথে তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল সুপ্রিমোর রাজ্য-জুড়ে প্রতিবাদ কর্মসূচি করছে ঘাসফুল শিবির। সেই কর্মসূচির অঙ্গ হিসাবেই শনিবার হরিশ্চন্দ্রপুরের পিপলা কলেজে বিক্ষোভ কর্মসূচি নেয় হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নম্বর ব্লক এবং পিপলা কলেজের তৃণমূল ছাত্র পরিষদ ইউনিট। উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক ছাত্র তৃণমূল সভাপতি আশরাফুল হক, কলেজ চেয়ারম্যান মাসুদ আলম, তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সহ সভাপতি সাকিরুদ্দিন, রাহুল ঘোষ, সুরজিৎ দাস, কলেজ সাধারণ সম্পাদক শেখ বিকি প্রমুখ।
ছাত্রদের দাবি এই এলাকায় বহু ছাত্র-ছাত্রী গরিব পরিবার থেকে উঠে এসেছে। তাদের মা-বাবাদের নিত্য প্রয়োজনীয় ওষুধের প্রয়োজন। এই ভাবে ওষুধের দাম বাড়ালে তাদের বিপাকে পড়তে হবে। তাই দ্রুত মূল্য নিয়ন্ত্রণের দাবি তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব।