মালদা;তনুজ জৈন;২০এপ্রিল: ইতিমধ্যেই শুরু হয়েছে দাবদাহ।চলতি বছরে রেকর্ড পরিমান গরমের আশঙ্কা গৌড়বঙ্গে।আর সেই আবহে পানীয় জলের হাহাকার। এলাকায় রয়েছে পিএইচই। কিন্তু সেই জল ব্যবহার করা হচ্ছে জমিতে। সময়ের বাইরে রাতের বেলাতে অপচয় হচ্ছে পিএইচির জল।কিন্তু জল মিলছে না স্থানীয়দের। এখনো বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ। স্থানীয় সদস্যার স্বামী এলাকায় ক্ষোভের মুখে।
মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের বরুই গ্রাম পঞ্চায়েতের পারোশটোলা এলাকা।এই গ্রামে প্রায় ৭০০ পরিবারের বসবাস। এলাকায় পানীয় জল নিয়ে তীব্র সংকট। এখনো বাড়ি বাড়ি হয়নি পাইপলাইন সংযোগ। অন্যদিকে এলাকায় পানীয় জলের জন্য সাবমারসিবল পাম্পের যে টুকু ব্যবস্থা রয়েছে।সেখানেও সময় মত মিলছে না জল।কিন্তু অভিযোগ পিএইচইর জল ব্যবহার করা হচ্ছে জমির জন্য। গভীর রাতে চালানো হচ্ছে জল। সেই জল অপচয় হচ্ছে। ক্যামেরাতেও ধরা পড়েছে সেই দৃশ্য। স্থানীয় গ্রাম পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত। সংশ্লিষ্ট বুথেও রয়েছে কংগ্রেসের সদস্যা। এদিন সদস্যার স্বামী এলাকায় স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন। যদিও কংগ্রেসের দাবি যেহেতু এই পঞ্চায়েত কংগ্রেস পরিচালিত। তাই এই এলাকাতে জলের জন্য বঞ্চিত করছে তৃণমূল পরিচালিত রাজ্য সরকার এবং প্রশাসন। অন্যদিকে কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। দুই দলই মানুষের কাজ করতে ব্যর্থ বলে কটাক্ষ বিজেপির।
কিন্তু প্রশ্ন হচ্ছে যেখানে মুখ্যমন্ত্রী দাবি করছেন বাড়ি বাড়ি জল পৌছে যাবে।সেখানে কেন হয়নি পাইপ লাইন সংযোগ। কেনই বা পিএইচইর জল ব্যবহার হচ্ছে না সঠিক ভাবে। কাদের মদতে রাতের অন্ধকারে সেই জল ব্যবহার হচ্ছে কৃষি কাজে।উঠছে প্রশ্ন?