মালদা;তনুজ জৈন;০৮এপ্রিল: রাস্তা তৈরি কে কেন্দ্র করে দুই গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ। ব্যাপক উত্তেজনা এলাকায়। একে অপরের বিরুদ্ধে হাতাহাতির অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার পরিস্থিতি। ঘটনা পুরাতন মালদহের মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের ইকরাপুকুর গ্রামে। মঙ্গলবার দুপুরে রাস্তা পরিদর্শনে গিয়ে ইঞ্জিনিয়ার ও বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতি গাড়ির সামনে ব্যাপক ধস্তাধস্তি হাতাহাতি দুই গ্রামের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে পড়তে হয়। আর সেই ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে। ঘটনাস্থলে সামাল দিতে হিমশিম খায় মালদা থানার পুলিশ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার গ্রাম উন্নয়ন তহবিল থেকে প্রায় ১৩ কিলোমিটার রাস্তার ১১ কোটি ৬০ লক্ষ টাকায় বরাদ্দ করা হয়। গ্রামীন সেই রাস্তা নির্মাণের জন্য বিগত ২০২০ সালে প্রথম পর্যায়ে ওই গ্রামের লক্ষী মোড় হয়ে যে রাস্তা বরাদ্দ করা হয়েছিল পরবর্তীতে এক ঠিকাদার সংস্থার কর্মী সে রাস্তায় মাপযোগ না করে ওই গ্রামের অন্য রাস্তা মাপযোগ করে। এ নিয়ে মঙ্গলবার দুপুরে রাস্তা পরিদর্শন করতে যান রাস্তা নির্মাণের ইঞ্জিনিয়ার ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্যরা। আর সেখানেই দুই গ্রামের মধ্যে সংঘর্ষ বাধে।এক পক্ষের দাবি আগে যে রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ করা হয়েছিল সে রাস্তায় যেন কাজ হয়। আর অন্য পক্ষের দাবি যে রাস্তায় বর্তমানে মাপ যোগ হয়ে গেছে সে রাস্তায় যেন কাজ হয়। আর এই ঘটনায় লেগেছে রাজনৈতিক রং।
এদিকে তৃণমূলের কটাক্ষ বিজেপিরা বলতো শুধু তৃণমূলেরাই দুর্নীতি করে এখানে প্রমাণ পাওয়া গেল ভাগাভাগি নিয়ে বিজেপিদের মধ্যে গোষ্ঠী কোন্দল।যদিও বিজেপি এই অভিযোগ কে মানতে নারাজ। তাদের পাল্টা দাবি, দুই গ্রামের মধ্যে ঝামেলা হয়েছিল এখানে কোন বিজেপির গোষ্ঠী কোন্দল নেই।