Type Here to Get Search Results !

ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা, ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ, চাঞ্চল্য এলাকায়

মালদা;তনুজ জৈন;০৩এপ্রিল: কোনও ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা। মাথায় হাত তিন ব্যাঙ্ক গ্ৰাহকের।সাইবার পুলিসের কাছে অভিযোগ দায়ের।টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের মালিওর এলাকার এক বেসরকারি ব্যাঙ্কে।

ব্যাঙ্ক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মহম্মদ পিয়ারুল ইসলামের ৪ লক্ষ টাকা,ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলির ১ লক্ষ ১৫ হাজার টাকা ও মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ সেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের ৪ লক্ষ ৪৮ হাজার ৮০০ টাকা। কেউ দুই মাস ধরে,কেউ চার মাস ধরে ব্যাঙ্ক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন। কোনও সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান। খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই বেসরকারি ব্যাঙ্কে তাদের অ্যাকাউন্ট রয়েছে। কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা। অভিযোগ,কোনও ওটিপি তারা কাউকে দেননি। এমনকী, ফোনে শেয়ার করেননি কোনও ব্যক্তিগত মেসেজও। তা সত্ত্বেও হটাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা। এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাঙ্ক গ্রাহকরাও। কী ভাবে এই ঘটনা ঘটল? তা ভেবে পাচ্ছেন না তারা। সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাইক টাকা রিফান্ড করছেন না। তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ। টাকা লেনদেন করতে পারছেন না তারা। ব্যাঙ্ক গ্রাহকরা কি অভিযোগ করছেন শুনুন।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side