Type Here to Get Search Results !

Malda:দলের নামে সিন্ডিকেট, মন্ত্রীর ভাইয়ের কুকীর্তি ফাঁস তৃণমূল নেত্রীর

এক বছরের মধ্যে তিনবার বিরোধী দলনেত্রী পরিবর্তন, তারপরেই মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যার, তোষামোদ এবং টাকার ভাগ না দিলেই পদ থেকে অপসারণ, পুলিশের নাম করে টাকা তোলা, দলের নামে সিন্ডিকেট, মন্ত্রীর ভাইয়ের কুকীর্তি ফাঁস তৃণমূল নেত্রীর, সাফাই দিয়ে ভাইকে আড়ালের চেষ্টা মন্ত্রীর, খোঁচা বিজেপির, শুরু হয়েছে তরজা।

মালদা;তনুজ জৈন;৩০মার্চ: এক বছরের মধ্যে তিনবার পঞ্চায়েতের বিরোধী দলনেত্রী পরিবর্তন।এবার বিরোধী দলনেত্রী পরিবর্তন হতেই মন্ত্রীর ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেত্রীর। তোষামদ না করলে টাকা না দিলে চলে যাচ্ছে পদ।মন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে পুলিশের নাম করে টাকা তোলা থেকে শুরু করে জমি জায়গায় টাকা নেওয়া। এলাকা জুড়ে সিন্ডিকেট চালানোর অভিযোগ। আর অভিযোগ মন্ত্রীর ভাইয়ের জন্য বিধানসভায় পরিস্থিতি খারাপ হচ্ছে তৃণমূলের। দলের অন্দর থেকেই এই ধরনের একাধিক অভিযোগ আসার পর স্বাভাবিক ভাবে মন্ত্রী এবং তার ভাইয়ের ভূমিকায় উঠছে প্রশ্ন? যদিও ভাইয়ের কীর্তি মানতে নারাজ মন্ত্রী। ব্যাপক কটাক্ষ বিজেপির। 



মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেনের ভাই তথা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক জম্মু রহমানের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ তুলেছেন হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের পঞ্চায়েত সদস্যা মন্দিরা দাস। ঘটনার পটভূমি এই পঞ্চায়েতে বিরোধী দলনেত্রী পরিবর্তন নিয়ে। ৩০ আসন বিশিষ্ট হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত বর্তমানে কংগ্রেস সিপিএম বিজেপি মহা জোটের দখলে রয়েছে।বিরোধী আসনে রয়েছে তৃণমূল। প্রথমে এই পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেত্রী ছিলেন মন্দিরা দাস। তাকে সরিয়ে বিরোধী দলনেত্রী হয় নাসিমা খাতুন।কিছু দিনের মধ্যে ফের পরিবর্তন হয়ে দলনেত্রী হন মন্দিরা দাস।এবার ফের তাকে পরিবর্তন করে বিরোধী দলনেত্রী হলেন বাসন্তী দাস নামে আরেক পঞ্চায়েত সদস্যা। এরপরেই মন্দিরা দাসের বিস্ফোরক অভিযোগ।তার স্বামী যুব তৃণমূলের ব্লক সভাপতি পূজন দাস জম্মু রহমানের তোষামদি করেন না। তার কাছে কাজের ভাগের টাকা চাইলে দেন না। তাই তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মন্দিরা দাসের আরো অভিযোগ মন্ত্রী তাজমুল হোসেনের ক্ষমতার অপব্যবহার করে দলকে দুর্বল করে জম্মু রহমান পুলিশের নাম করা থেকে শুরু করে জমি দখল, চাকরির নাম করে একাধিক জায়গায় টাকা তুলছে। তার কারণেই পঞ্চায়েত এবং লোকসভায় হরিশ্চন্দ্রপুরে খারাপ ফলাফল হয়েছে তৃণমূলের। হাতছাড়া হয়েছে পঞ্চায়েত সমিতি।এমনকি মন্ত্রীর ভাই জম্মু রহমান নিজেও হেরে গেছিলেন জেলাপরিষদে। মন্দিরা দাসের দাবি ক্ষমতার অপব্যবহার করে এরা সিন্ডিকেট চালাচ্ছে। যদিও ভাইকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ মন্ত্রী তাজমুল।দলের অন্দরে এমন অভিযোগ ওঠার পরেও তিনি ভাইকে আড়াল করার চেষ্টা করছেন।মন্দিরার হুশিয়ারি এবার নেত্রী মমতা ব্যানার্জির কাছে হরিশ্চন্দ্রপুরে দলকে বাঁচাতে নালিশ জানাবেন তারা। এই নিয়ে জম্মু রহমানের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মন্ত্রীর দাবি বিরোধী দলনেত্রী পরিবর্তন হচ্ছে সেখানে পুতুল নাচের মত। সেটা সদস্যদের বিষয়। এখানে তাদের কোন হাত নেয়। জেলা বিজেপির কটাক্ষ এতদিন যেটা বিরোধীরা বলতো। সেটা তৃণমূলের অন্দরেই এখন বলছে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side