মালদা;তনুজ জৈন;৩১মার্চ: ঈদ উপলক্ষে হাসপাতালে মিষ্টি এবং ফল বিতরণ করা নিয়ে রাজনীতির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কর্তব্যরত চিকিৎসকদের নিয়ে অভিযোগ বিজেপির। রোগীদের সঙ্গে তৃণমূল নেতা জন-প্রতিনিধিদের পরিচয় করিয়ে দিচ্ছেন চিকিৎসকরা। সংবাদমাধ্যমের সামনেও আমাদের নেতৃত্ব বলে মন্তব্য করছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। অন্যদিকে হাসপাতালও তৃণমূল পার্টি অফিস। মিষ্টি ফল বিতরণের নামে চিকিৎসকদের ব্যবহার করে দলের প্রচার খোঁচা বিজেপির।বিরোধীদের মানসিক ভারসাম্যহীন বলে পাল্টা দাবি তৃণমূলের।শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আজ ঈদ উপলক্ষে রোগীদের সঙ্গে দেখা করতে যান তৃণমূলের জেলা পরিষদ সদস্য বুলবুল খান, ব্লক তৃণমূল সভাপতি জিয়াউর রহমান, যুব তৃণমূলের সভাপতি পূজন দাস, ব্লক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস। মিষ্টি এবং ফল বিতরণ করেন রোগীদের মধ্যে। ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। সম্প্রীতির বার্তা দেন। কিন্তু সেই সময় দেখা যায় কর্তব্যরত চিকিৎসকরা বুলবুল খান সহ তৃণমূল নেতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন রোগীদের।এই নিয়ে বিজেপির অভিযোগ চিকিৎসকদের দিয়ে হাসপাতালে রাজনীতি করছে তৃণমূল। নিজেদের প্রচার করছে।অন্যদিকে ব্লক স্বাস্থ্য আধিকারিক ছোটন মন্ডল সংবাদমাধ্যমের সামনে দাবি করছেন আমাদের নেতৃত্বরা এসে ছিলেন ঈদ উপলক্ষে। তারা মিষ্টি ফল বিতরণ করেছেন। তার এই মন্তব্য নিয়ে উঠেছে প্রশ্ন। যদিও তৃণমূল নেতৃত্বের দাবি তারা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির নির্দেশে প্রতিবছর এই ধরনের কর্মসূচি করেন। বিরোধীরা মানসিক ভারসাম্যহীন হয়ে এসব বলছে। তারা সারা বছর মানুষের সঙ্গেই থাকেন বলে প্রচারে থাকেন। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।