জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেপ্তারের দাবিতে এবার চটি হাতে তুমুল বিক্ষোভ মহিলাদের,পুলিশের বিরুদ্ধে ক্ষোভ, একজোট হয়ে জমি পুনরুদ্ধার, উত্তেজনা এলাকায়, তৃণমূলকে আক্রমণ বিজেপি সাংসদের, সাফাই জেলা তৃণমূল মুখপাত্রের।
মালদা;তনুজ জৈন;২৩মার্চ: জমি দখলে অভিযুক্ত তৃণমূল নেত্রীর গ্রেপ্তারির দাবিতে এবার চটি হাতে বিক্ষোভ এলাকার মহিলাদের। ঘটনার ৪৮ ঘণ্টা অতিক্রান্ত হলেও গ্রেপ্তার না হওয়াতে ব্যাপক ক্ষোভ পুলিশের বিরুদ্ধে। গ্রামবাসী একজোট হয়ে জমি পুনরুদ্ধার। ব্যাপক উত্তেজনা এলাকায়।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মোবারকপুরের ঘটনা। প্রসঙ্গত তৃণমূলের কৃষক সেলের নেত্রী সালমি খাতুন, তৃণমূল নেতা সালাম শেখের বিরুদ্ধে তৃণমূল কর্মী রহিম আলীর তিন বিঘা জমি দখলের অভিযোগ ওঠে। অভিযোগ জমি দখল করতে গিয়ে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। দুই পক্ষের মধ্যে লাঠি রড নিয়ে সংঘর্ষ হয়। বোমাবাজির অভিযোগ উঠে। আহত হয় একাধিক জন।
এই ঘটনায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে দুই পক্ষ। তারপরে দিন এলাকার মানুষ একজোট হয়ে দখল হওয়া জমি পুনরুদ্ধার করে। সাথে হাতে হাওয়াই চটি নিয়ে সালমি খাতুনের গ্রেফতারের দাবিতে চলে তুমুল বিক্ষোভ। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানায় দুই পক্ষের অভিযোগের ভিত্তিতে ধরপাকড় শুরু হয়েছে। অভিযুক্ত তৃণমূল নেত্রী সালমি খাতুন কে ফোন করা হলে যোগাযোগ করা সম্ভব হয়নি। অন্যদিকে এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছে বিজেপি সাংসদ খগেন মুর্মু। অন্যদিকে সাফাই দিয়েছে জেলা তৃণমূল নেতৃত্ব। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।