মালদা;তনুজ জৈন;০৬মার্চ: চলতি মাসেই সিপিএমের যুব সংগঠনের উত্তরকন্যা অভিযান।বেকারত্ব,মাফিয়া রাজবন্ধ, সরকারি স্কুলের পরিকাঠামো ফেরানো এবং নিয়োগ থেকে শুরু করে একাধিক দাবিতে এই অভিযান।সেই অভিযানের প্রস্তুতি উপলক্ষে এলাকায় কর্মী সভায় মীনাক্ষী। কর্মীসভার পর রাজপথ জুড়ে মিছিল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ। মীনাক্ষীর উপস্থিতিতে বাড়তি অক্সিজেন বাম ছাত্র যুবদের।
বৃহস্পতিবার বিকেলে মালদা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের সংগঠন সমিতি হলে উত্তরকন্যা অভিযানকে সামনে রেখে ডিওয়াইএফআইএর একটি কর্মীসভা হয়। সেখানে এসে ছিলেন মীনাক্ষী মুখার্জি। কর্মীসভা শেষ করে সংগঠন সমিতি হল থেকে সমগ্র সদর এলাকা জুড়ে একটি মিছিল হয় ডিওয়াই এফআইয়ের। হরিশ্চন্দ্রপুরের রাজপথ বামেদের অগ্নিকন্যার স্লোগানে মুখরিত হয়। মীনাক্ষী অভিযোগ করেন উত্তরবঙ্গ জুড়ে সিন্ডিকেট রাজ চলছে। দিনের পর দিন কাজ না পেয়ে যুবক যুবতীরা বাইরে যাচ্ছে। বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা। পরিকাঠামো ভেঙে পড়ছে সরকারি স্কুলের।বন্ধ রয়েছে নিয়োগ। তার প্রতিবাদেই চলতি মাসে ২৮ তারিখ উত্তরকন্যা অভিযান। মীনাক্ষীর আরো অভিযোগ এই উত্তরকন্যা ভবন কোন কাজ করছে না।শুধুমাত্র কাটমানি আদায়ের একটি দপ্তর হয়ে গেছে। যাদবপুর প্রসঙ্গে তিনি বলেন এসএফআই নির্বাচন চাইছে। তৃণমূলের বিরোধিতা করলে মনে রাখতে হবে সিপিএম আমলে সঠিক নির্বাচন না হলে কোনদিন তৃণমূল ক্ষমতায় আসতো না।এদিন মীনাক্ষীর কর্মসূচিকে কেন্দ্র করে বামেদের উৎসাহ হয়ে ছিল চোখে পড়ার মতো।