Type Here to Get Search Results !

ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী, বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা

মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী, বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখলেন ভোটার তালিকা, যদিও কোন গরমিল না পাওয়াই ফিরতে হলো খালি হাতে, আগে নিজেদের বাংলাদেশি প্রধানের এলাকায় যান, খোঁচা বিরোধীদের, শুরু হয়েছে তরজা।

মালদা;তনুজ জৈন;০৪মার্চ: মুখ্যমন্ত্রীর নির্দেশে ভুতুড়ে ভোটার ধরতে দুয়ারে মন্ত্রী। যদিও পেলেন না কোন গরমিল।ফিরতে হলো খালি হাতে। আগে বাংলাদেশী প্রধানের গ্রামে যান।ভুতুড়ে ভোটার ধরতে নয় তালিকায় সংযোজন করাতে গেছে তৃণমূল। এমন ভাবেই খোঁচা বিরোধীদের। প্রসঙ্গত দলের সাংগঠনিক সভাতে নেতাজি ইনডোর থেকে মমতা অভিযোগ করে ছিলেন বিজেপি চক্রান্ত করে ভিন রাজ্যের ভোটারদের এখানে ভোটার তালিকায় নাম সংযোজন করা হচ্ছে। দলের নেতাদের নির্দেশ দিয়ে ছিলেন নিজেদের এলাকায় গিয়ে গিয়ে ভোটার তালিকা খতিয়ে দেখতে।


সেই নির্দেশ অনুযায়ী কলকাতা থেকে ফেরার পরেই এবার সক্রিয় হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। হরিশ্চন্দ্রপুর সদর, মহেন্দ্রপুর সহ বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি যান মন্ত্রী। মিলিয়ে দেখেন ভোটার তালিকা। যদিও কোন রকম ত্রুটি পাননি তিনি।তাই ধরতে পারেন নি ভুতুড়ে ভোটার।অন্যদিকে তৃণমূলের এই কর্মসূচিকে নিয়ে ব্যাপক কটাক্ষের সুর বিরোধীদের গলায়।সম্প্রতি হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের প্রধান লাভলী খাতুনের প্রধান পদ বাতিল হয়েছে। বাতিল হয়েছে জাল ওবিসি সার্টিফিকেট। তার বিরুদ্ধে অভিযোগ তিনি বাংলাদেশের নাগরিক। এই নিয়ে বিরোধীদের মন্ত্রীকে পরামর্শ ভুতুড়ে ভোটার ধরতে হলে আগে সেই এলাকায় যান। সিপিএমের অভিযোগ তৃণমূল ভুতুড়ে ভোটার ধরার জায়গায় ভুতুড়ে ভোটার সংযোজন করবে। অন্যদিকে মন্ত্রীর দাবি ওই এলাকা পার্শ্ববর্তী বিধানসভা চাঁচলের অন্তর্গত। সমগ্র ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side