মালদা;তনুজ জৈন;১৯মার্চ: ১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে ব্লকে ব্লকে কর্মীসভা করছে তৃণমূলের শ্রমিক সংগঠন। সেই কর্মী সভা থেকেই এবার বেলাগাম আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে চোর বেইমান নির্লজ্জ বলে আক্রমণ। সমাজ থেকে বিতাড়িত করার হুঁশিয়ারি।যে মন্তব্য সামনে আসতেই শুরু হয়েছে বিতর্ক।পাল্টা তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির।
বুধবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের পিপলা কমিউনিটি হলে তৃণমূলের শ্রমিক সংগঠনের কর্মী সভা হয়। উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, দুই ব্লক শ্রমিক সভাপতি সাহেব দাস, শেতাবুর রহমান, ব্লক সভাপতি জিয়াউর রহমান, যুব সভাপতি পুজন দাস, সাহেব দাস প্রমুখ। সেখানেই বক্তব্য রাখতে গিয়ে আবাস যোজনার টাকা বন্ধ এবং ১০০ দিনের কাজের টাকা বন্ধ নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করেন শুভদীপ। তিনি বলেন বাংলার মানুষের ঘরের টাকা চুরি করে অমিত শাহ, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষরা অট্টালিকায় থাকছেন।তারা নির্লজ্জ, চোর এবং বেঈমান। এদেরকে সমাজ থেকে বিতাড়িত করে বাংলা থেকে দূরে সরাতে হবে। যদিও বিজেপির পাল্টা দাবি ঘরের টাকা চুরি করে তৃণমূল নেতাদের মাটির ঘর থেকে অট্টালিকা হয়েছে। সাইকেল থেকে মার্সিডিজ কিনেছে।মানুষ সব জানে কারা নির্লজ্জ। সমগ্র ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।