মালদা;তনুজ জৈন;০৩মার্চ: দীর্ঘদিন ধরে তৃণমূলের ছাত্র নেতার বাড়বাড়ন্ত। দুর্নীতি তোলাবাজি থেকে শুরু করে বিভিন্ন অসামাজিক কাজকর্মে যোগ।এমনকি পুলিশের গায়ে হাত তোলার অভিযোগ। তারপরও ব্যবস্থা নেয় নি দল।আসিন থেকে গেছেন ছাত্র ব্লক সভাপতি পদে। তাই এবার ছাত্র সংগঠনের একাংশের পক্ষ থেকেই সেই ছাত্র নেতাকে বহিষ্কারের জন্য পোস্টার। পোস্টারে ছয়লাপ এলাকা। কোন পোস্টারে লেখা জুয়ার পান্ডা, আবার কোন পোস্টারে বিজেপির দালাল।যে ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য। তীব্র আক্রমণ বিরোধীদের। সাফাই তৃণমূলের।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বিমান ঝা। দীর্ঘ কয়েক বছর ধরে এই পদে রয়েছেন তিনি। তার বিরুদ্ধেই তুলসীহাটা অঞ্চল থেকে শুরু করে একাধিক জায়গায় পোস্টার।যে পোস্টারে লেখা রয়েছে সৌজন্যে তৃণমূল ছাত্র পরিষদ। সেখানে লেখা রয়েছে দুর্নীতিবাজ বিজেপির দালাল বিমান ঝা।আরেকটি পোস্টারে লেখা রয়েছে জুয়ার পান্ডা বিমান ঝা। আবার কোথাও লেখা রয়েছে তোলাবাজ ঠিকাদার। উঠেছে তাকে বহিষ্কারের দাবি। প্রসঙ্গত তৃণমূলের এই ছাত্র নেতাকে নিয়ে বহুদিন ধরেই একাধিক অভিযোগ রয়েছে। করোনা কালে চাঁচলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের জন্য তিনি গ্রেপ্তার হয়ে ছিলেন। পরবর্তীতে তৃণমূল কর্মী খুনের মামলায় নাম রয়েছে তার। কিছুদিন আগে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তিনি জুয়ার ঠেক এবং চটুল নাচের আসর চালাচ্ছেন।যেখানে স্বল্প বসনা নর্তকীরা আসছে। সেখান থেকে মোটা অংকের টাকা তুলছেন বিমান ঝা। তার বিরুদ্ধে আন্দোলনে নেমে ছিল গ্রামের মহিলারা। আরেকটি জায়গায় অভিযোগ উঠেছিল শ্মশানের মাটি বেচে দেওয়ার। সেখানেও এলাকাবাসী আন্দোলন করে। তারপরও তার বিরুদ্ধে দল বা প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি।এবার দলের একাংশের মধ্যে থেকেই দেওয়া হলো পোস্টার। প্রশ্ন উঠেছে ছাত্র সংগঠনের দায়িত্বে থাকার পর কি ভাবে এত বারবাড়ন্ত। কার মদত রয়েছে তার পিছনে? সাম্প্রতিক কালে হরিশ্চন্দ্রপুরে দলীয় কর্মসূচিতে দেখা যায় না এই ছাত্র নেতাকে। ছাত্রদের কর্মসূচিতেও থাকেন না। তারপরও তাকে কে অক্সিজেন যোগাচ্ছে। দলের মধ্যেই উঠেছে প্রশ্ন?যার ফলস্বরূপ এই পোস্টার। বিরোধীদের দাবি তারা দীর্ঘদিন এই অভিযোগ করেছেন।এবার তৃণমূলের অন্দর থেকে এই অভিযোগ আসছে। সমগ্র ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও সেই ছাত্রনেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা হলে যোগাযোগ করে হয়ে ওঠা সম্ভব হয়নি।এবার প্রশ্ন তৃণমূলের শীর্ষ নেতৃত্বে আদেও কি কোন ব্যবস্থা নেবে।