মালদা;তনুজ জৈন;০৭ফেব্রুয়ারী: খবরের জেরে গ্রেপ্তার বিজেপির পঞ্চায়েত সদস্যার স্বামী।দিনমজুর পরিবারের কাছ থেকে আবাসের প্রথম কিস্তি ঢোকার পর পনেরো হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগে জেলাশাসকের নির্দেশে তদন্তের পর বিডিওর অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকেই গ্রেপ্তার করল পুলিশ। এই ঘটনা সামনে আসতেই শুরু রাজনৈতিক তরজা। চক্রান্তের তত্ত্ব খাড়া করে তৃণমূল নেতাদের বেলায় পুলিশ প্রশাসন কেন নীরব প্রশ্ন বিজেপির। বাংলায় দুর্নীতি রেয়াত করা হবে না বিজেপিকে মনে রাখা উচিত পাল্টা তৃণমূল।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের রাধানগর বুথের বিজেপির পঞ্চায়েত সদস্যা রিতা দাসের স্বামী সূর্য দাসকে গ্রেপ্তার করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগ ছিল বিচ্ছু দাস নামে এক দিনমজুরের কাছ থেকে আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পর জোরপূর্বক হুমকি দিয়ে ১৫ হাজার টাকা কাটমানি নেওয়ার। যার ফলে মাঝপথে আটকে যায় বাড়ির কাজ। তার পরিবারের লোক অভিযোগ করে সংবাদমাধ্যমের ক্যামেরায়। সেই খবর সম্প্রচারিত হয়ে সংবাদমাধ্যমে। জেলাশাসক নিতিন সিঙ্ঘানিয়া বিডিওকে নির্দেশ দেন তদন্তের। হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌমেন মন্ডল তদন্ত করলে অভিযোগের সত্যতা প্রমাণিত হয়। সূর্য দাস কাটমানির ১৫ হাজার টাকা তিনি ফিরিয়ে দিয়েছেন বিচ্ছু দাসকে। তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেন বিডিও। এই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হয় সূর্য্য। এর আগে বারবার বিভিন্ন সরকারি প্রকল্পে তৃণমূল নেতাদের কাটমানি নেওয়ার অভিযোগ সামনে উঠে এসেছে। কিন্তু সাম্প্রতিক কালে আবাসে হরিশ্চন্দ্রপুর এলাকায় কাটমানিতে নাম জড়িয়েছে বিজেপি এবং কংগ্রেসের। পদক্ষেপ নিয়েছে প্রশাসন। কিন্তু তৃণমূলের বেলা কেন পদক্ষেপ নয়। এই নিয়ে উঠেছে প্রশ্ন? শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতোর।