Type Here to Get Search Results !

মাধ্যমিকে বাকি আর একদিন, এরমধ্যে অ্যাডমিট না পেয়ে ব্লক অফিসে সন্ধ্যাবেলা ধরনায় বসে গেলেন মাধ্যমিক পরীক্ষার্থী


মালদা;তনুজ জৈন;০৯ফেব্রুয়ারী: আগামীকাল রাজ্য জুড়ে মাদ্রাসার আলিম পরীক্ষা। আর পরীক্ষার ২৪ ঘন্টা আগে এডমিট কার্ড না পেয়ে বিডিও অফিসের সামনে রাত্রেবেলা ধরনায় বসে গেলেন মাদ্রাসার আলিম পরীক্ষার্থী। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে। ওই পরীক্ষার্থীর নাম শাকিরা খাতুন। সে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার মিলনগড় সিনিয়র মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। শাকিরার অভিযোগ আগামীকাল মাদ্রাসার আলিম পরীক্ষা। সে নিয়ম মেনে স্কুলে গিয়ে ফর্ম ফিলাপ করার পাশাপাশি সমস্ত কাগজপত্র সই করে ছিল এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে ছিল। কিন্তু পরীক্ষার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত সে এডমিট কার্ড পেল না। এই নিয়ে বারবার স্কুলে অভিযোগ করেও কোনো লাভ হয়নি। এডমিট কার্ড জোগাড় করে পরীক্ষায় বসতে দেওয়া আশ্বস্ত করা তো দূরের কথা দুর্ব্যবহার করা হয়েছে, স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এমনকি ওই সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক কোন রকম সহযোগিতার হাত বাড়ান নি। তাই বাধ্য হয়ে শাকিরা দাদাকে নিয়ে রবিবার সন্ধ্যাবেলা বিডিওর অফিসে ধর্নায় বসে গিয়েছেন। এদিন সন্ধ্যেবেলা অফিস করে বেরোনোর পথে এই ঘটনা নজরে আসে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের জয়েন্ট বিডিও সোনাম ওয়াংদী লামার। তিনি ওই ছাত্রী ও তার পরিবারের লোকের সঙ্গে কথা বলেন দীর্ঘক্ষন এবং আশ্বস্ত করেন পরীক্ষায় যাতে ওই ছাত্রী বসতে পারে। এদিকে এ ব্যাপারে মিলনগড় সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক ওবায়দুল্লাহ ফালাহীকে ফোন করা হলে, তিনি বলেন ওই ছাত্রীর ভিত্তিহীন অভিযোগ করছে। রেজিস্ট্রেশন করে ছিল কিন্তু পরীক্ষার ফর্ম ফিলাপ করে নি। এবং ওর ফর্ম ফিলাপ সংক্রান্ত কোনো কাগজ স্কুলেও জমা করেন নি। কার্যত ওর পক্ষে আর পরীক্ষায় বসা সম্ভব নয়।
Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side