মালদা;তনুজ জৈন;১৭জানুয়ারি: রাজনৈতিক খুন থেকে শুরু করে বিভিন্ন ঘটনা একদিকে যেমন তোলপাড় হয়ে রয়েছে জেলা। তার মাঝে রেল লাইনের ধারে জলাশয় থেকে সাত সকালে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য।
মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার নারায়ণপুর গ্রামের ঘটনা। হরিশ্চন্দ্রপুর রেলস্টেশন সংলগ্ন সামুখা রেলগেটের পূর্বে একটি জলাশয় তে অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খোঁজ দেওয়া হয় হরিশ্চন্দ্রপুর থানায়। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে পাঠিয়েছে ময়নাতদন্তের জন্য। যদিও পরিচয় এখনও জানা যায়নি। খুন না কি আত্মহত্যা এই নিয়ে উঠেছে প্রশ্ন? সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মনে করা হচ্ছে ঐ ব্যক্তির পরিচয় সামনে এলেই ধোঁয়াশা কাটবে মৃত্যুর কারণ নিয়ে।