মালদা:সানু ইসলাম;সরকারি নিয়মকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছিলো অবৈধ পুকুর খনন।এমনই অভিযোগ উঠেছিলো মালদা জেলার চাঁচল ২ নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের গৌরিপুর গ্রামে।সেই খবর সংবাদমাধ্যমে সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসলো প্রশাসন।বৃহস্পতিবার দিন মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়ার নির্দেশে অবৈধ মাটিকাটা বন্ধ করলো মহকুমা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা।এদিন গৌরীপুর এলাকায় মহাকুমা ও ব্লক ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা গিয়ে মাটিকাটা বন্ধ করে দেই। অবৈধভাবে মাটি কাটাই মাটি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সূত্রে।
বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা বলেন,প্রশাসন এইভাবে তৎপর থাকলে কোন জায়গায় অবৈধ কাজ হবে না।তৃণমূল নেতাদের জন্য প্রশাসন নিজের কাজ করতে পারছে না।তবে সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানাবো।তারা খবরটা সম্প্রচারিত করেছিল।তারপরেই প্রশাসন পদক্ষেপ নিয়েছে।
তৃণমূল নেতা অংকুর পোদ্দার বলেন,অবৈধ কাজকে কখনোই আমরা সমর্থন করি না।আমাদের প্রশাসন নিজের কাজ ঠিক করছে।বিজেপি নেতাদের কাজেই সব জায়গায় নাক গলানো।
চাঁচল ২ নম্বর ব্লকের ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক মোহাম্মদ আবু করিম মনিরুজ্জামান জানিয়েছেন,অবৈধ মাটি কাটার কাজ বন্ধ করা হয়েছে।যারা মাটি কাটছিলো তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হয়েছে।