মালদা;তনুজ জৈন;১৭জানুয়ারি: বিদ্যুতের খুটিতে বেঁধে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ কে মারধরের অভিযোগ। ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে।পরবর্তীতে খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ। অভিযুক্তদের পাল্টা দাবি ওই ব্যক্তি ইতিপূর্বে তাদের আক্রমণ করেছিল। একজনের মাথা ফাটিয়ে দিয়েছিল। পুনরায় এদিন ইট নিয়ে মারতে আসে। তাই তারা সুরক্ষার জন্য তাকে বেঁধে রেখে পুলিশে খোঁজ দিয়েছিল। কিন্তু কোন মারধর করেনি।
শুক্রবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার লক্ষণপুর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। খুঁটিতে বেঁধে রেখে মারধর করার অভিযোগ উঠেছে হাশেম নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে। অভিযুক্ত হাসান নামে আরেক স্থানীয়।যদিও অভিযুক্তের ছেলের দাবি এর আগে হাসেম তার বাবাকে কোদাল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়ে ছিল। দীর্ঘদিন চিকিৎসার পর তার বাবা সুস্থ হয়।ফের গতকাল আক্রমণ করতে আসে। তখন তারা পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পুলিশকে জানাই। তার বাড়িতেও বলে আসা হয়। কিন্তু তারপরেও এদিন ইট নিয়ে মারতে এলে সুরক্ষার জন্য তাকে বেধে রাখা হয়। তারপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কে খোঁজ দেওয়া হয়। এদিকে পুলিশ গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করেছে। তিনি এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।