Type Here to Get Search Results !

Buniadpur: সন্তানহীন অসহায় দম্পতিকে নতুন বছরে বাড়ি উপহার তৃণমূলের


সুশোভন সিংহ; বুনিয়াদপুর:- নতুন বছরের শুরুতেই রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের ইচ্ছায় এবং তৃণমূল জেলা সভাপতি প্রচেষ্টায় বংশীহারী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক সন্তানহীন অসহায় দম্পতিকে বাড়ি তৈরি করে দেওয়া হল। 


দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েত অধিনস্ত কৃষ্ণপুর সংসদের ৭০ বছরের সন্তানহীন বৃদ্ধ সুফল সরেন তার বৃদ্ধা স্ত্রীকে নিয়ে পরের জায়গায় জরাজীর্ণ অবস্থায় বসবাস করতেন। বয়স অনেকটা হওয়ায় রাজ্য সরকারের বাংলার আবাস যোজনায় নাম অধিভুক্ত করতে পারেননি। ফলে এই শীতে বৃদ্ধা স্ত্রীকে নিয়ে খোলা আকাশের নিচে বসবাস করতে বাধ্য হচ্ছিলেন সুফল সরেন। এই সংসদের তৃণমূলের নেতা আস মোহাম্মদের নজরে বিষয়টি আসে। তিনি এই বিষয়টি জানান বংশীহারী তৃণমূল ব্লক সভাপতি পার্থ প্রতিম মজুমদারকে। হতদরিদ্র দম্পতির এই অবস্থার কথা শোনার পর বিচলিত হয়ে পড়েন পার্থ বাবু। তিনি সম্পূর্ণ বিষয়টি তৃণমূল জেলা সভাপতি সুভাষ ভাওয়াল এবং হরিরামপুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র কে জানান। 


পরবর্তীতে মন্ত্রী বিপ্লব মিত্রের ইচ্ছায় জেলা তৃণমূল এবং বংশীহারে ব্লক তৃণমূলের প্রতিটি নেতৃত্ব নিজের ব্যক্তিগত উদ্যোগে আনুমানিক ৭০ হাজার টাকা দিয়ে সুফল সরণের নতুন বাড়ি তৈরি করা কাজ শুরু করে। নতুন বছরের প্রথম দিনে জেলা সভাপতি সুভাষ ভাওয়াল নিজে দাঁড়িয়ে থেকে এই মহৎ কাজের দেখভাল করেন। 


অসহায় বৃদ্ধ সুফল সরেনের চোখের কোনে তখন আনন্দের অশ্রুধারা। আমাদের প্রশ্নের উত্তরে ভাঙ্গা ভাঙ্গা কন্ঠে সুফল সরেন বলেন,' স্ত্রীকে নিয়ে অনেক কষ্টে পরের জায়গা বসবাস করছিলাম অবশেষে রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার ঘর তৈরি করে দেয়া হচ্ছে, এতে আমি খুব খুশী।


এই বিষয়ে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানান,' বৃদ্ধ অসহায় সন্তানহীন দম্পতির থাকার জায়গাটি জরাজীর্ণ ছিল,মন্ত্রীর ইচ্ছায় বংশীহারী ব্লকের তৃণমূলের প্রতিটি নেতৃত্ব নিজেদের সাধ্যমত অর্থ সাহায্য করে বছরের প্রথম দিনে ঘর তৈরি করে দেয়া হয়। 


বংশীহারী ব্লক তৃণমূল সভাপতি পার্থ প্রতিম মজুমদারের কথায়, ওই সংসদের তৃণমূল কংগ্রেসের এক নেতৃত্ব আশ মোহাম্মদ বিষয়টি আমায় জানান, তার পরে আমি আমাদের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালকে বিষয়টি জানাতেই মন্ত্রী বিপ্লব মিত্র ইচ্ছায় আমাদের বংশীহারী ব্লকের তৃণমূল নেতৃত্বরা একজোটে, কাঁধে কাঁধ মিলিয়ে অসহায় বৃদ্ধ সুফল সরেনের বাড়ি তৈরি করে দেয়। নতুন বছরে এই কাজ করতে পেরে আমরা আনন্দিত। 


জেলা সভাপতি এবং ব্লক সভাপতির পাশাপাশি নতুন বাড়ি নির্মাণ কাজে উপস্থিত ছিলেন মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবা, বংশীহারী পঞ্চায়েত সমিতির সভাপতি গণেশ প্রসাদ, জেলা পরিষদ সদস্য সহ ব্লক এবং অঞ্চল তৃণমূল নেতৃত্ব। 


যদিও ওই দম্পতি সরকারি ভাতা এবং সরকারি সুযোগ-সুবিধা পেয়ে থাকেন বলে জানা গেছে। বছরের শুরুতে এই মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার

 আপামর জনগণ। 


Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Top Side