মালদার চাঁচল ২ নং ব্লকের ধানগাড়া গ্রাম পঞ্চায়েতের লুলিয়া বাড়ি বুথের পঞ্চায়েতের অধীনস্থ জমিতে দেদারে চলছে পুকুর খননের কাজ। দিনের আলো হোক বা রাতের অন্ধকার জিসিবি দিয়ে সেই মাটি ট্রাক্টর এবং ডাম্পারে বোঝাই করে ইটভাটায় নিয়ে গিয়ে চড়া দামে বিক্রি হচ্ছে। গত দিন পনেরো ধরে এই ভাবেই মাটি মাফিয়াদের দাপট চলছে ওই এলাকায়। গোটা ঘটনা নিয়ে ব্লক ভূমি সংস্কার আধিকারিকের কাছে অভিযোগ করা হলে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি। পাশাপাশি পরিদর্শনেও যাইনি কোন প্রশাসনিক কর্তা ব্যক্তি। গ্রামবাসীদের অভিযোগ, ভূমি সংস্কার আধিকারিকের মদতে প্রধান সরকারি জমি থেকে মাটি কেটে সেই মাটি চড়া দামে বিক্রি করছে ইটভাটায়। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে রান্নাশের হুমকি পর্যন্ত দিচ্ছে।
যদিও সমস্ত রকম অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী মোশারফ হোসেন। তিনি বলেন, সরকারি নিয়ম মেনে আমরা পুকুর খনন করছি। যারা অভিযোগ করছে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে পারেনি।